রাতে, নাকি দিনে পড়া ভালো ?
- ক্যারিয়ার ডেস্ক
রাতে পড়া ভালো, না দিনে—এ নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আছে দারুণ বিতর্ক। তবে দুই দিকেই আছে কিছু সুবিধা।
দিনে পড়ার সুবিধা
১. রাতে যদি জম্পেশ ঘুম হয় তবে সকালে শরীরে শক্তি থাকে টইটম্বুর। এতে মনোযোগ দিয়ে পড়তে মোটেই ক্লান্তি লাগবে না। দিনে পড়ার জন্য অবশ্য রাতের ভালো ঘুমটা জরুরি।
২. গোটা দুনিয়ার কাজকর্ম শুরু হয় দিনের বেলায়। তাল মেলানোর জন্য দিনের পড়াটাই সেরা। হয়তো জরুরি কোনো পড়ার জন্য লাইব্রেরিতে যাওয়ার দরকার হলো বা কোনো স্যারকে ফোন দেওয়ার দরকার। এ সবের জন্য কিন্তু দিনের বেলাই মোক্ষম সময়।
৩. দিনে পড়তে গেলে কোনো বাতি জ্বালাতে হয় না। প্রাকৃতিক আলো চোখের জন্য উপকারী। বৈদ্যুতিক বাতি চোখের ওপর বাড়তি চাপ তৈরি করে। দীর্ঘদিন রাত জেগে বাতির আলোয় পড়লে তাই তীব্র মাথাব্যথাসহ চোখের ক্ষতি হতে পারে।
রাতে পড়ার সুবিধা
১. তাই বলে রাতের পড়াকে একেবারে হেলাফেলা করাও ঠিক নয়। বিশেষ করে তুমি যদি দারুণ সৃজনশীল কোনো আইডিয়া নিয়ে কাজ করতে চাও তবে রাতের নির্জনতাই তোমার ভালো সঙ্গী।
২. রাতে নেই কোনো চেঁচামেচি। আশপাশেও কেউ কোনো শব্দ বা কথা বলবে না। তাই হুট করে মনোযোগের তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কা নেই।
৩. রাতের বেলায় ফেসবুকেও লোকজন কম থাকে। তাই একটু পর পর ফেসবুক চেক করার তাগিদটাও থাকবে না