আস্থা রাখুন নিজের ওপর

আস্থা রাখুন নিজের ওপর

  • ক্যারিয়ার ডেস্ক

চাকরির বাজারে অন্য প্রার্থীদের পেছনে ফেলতে চাইলে আত্মবিশ্বাস তৈরি করুন। মনে রাখবেন, জীবনযুদ্ধে সবসময় শক্তিমান ও দ্রুতগামীরা জয়ী হতে পারে না। যিনি আত্মবিশ্বাসে অটল থাকেন আজ হোক কাল হোক, তার জয় সুনিশ্চিত। যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিল্প উদ্যোক্তা হেনরি ফোড বলেন, ‘যদি মনে করেন আপনি পারবেন কিংবা মনে করেন, আপনি পারবেন না- দুই ক্ষেত্রেই আপনার বিশ্বাস সঠিক।’ সুতরাং আত্মবিশ্বাস রাখুন- আপনাকে দিয়েই হবে!

আশপাশে তাকিয়ে কখনও ভাববেন না, অন্য প্রার্থীরা আপনার চেয়ে বেশি যোগ্য কিংবা তারা তুলনামূলক ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন, তাদের যোগাযোগ আপনার চেয়ে বেশি বলে এত বাধা অতিক্রম করা আপনার পক্ষে সম্ভব নয়। এ ধরনের চিন্তা মাথায় আশকারা দিতে গেলেই ধরা খাবেন! মনে রাখবেন, আপনার সামনে যত বাধা, তার চেয়েও বেশি সুযোগ অপেক্ষা করে আছে।

তা কী করে আত্মবিশ্বাস তৈরি করবেন? এ জন্য যেসব পদ্ধতি অনুসরণ করতে পারেন:

– সবার আগে মনকে স্থির রাখতে শিখুন। আপনি যা চান, সেটা বোঝান নিজেকেই।

– স্থির মনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে বোঝাপড়া করুন এবং সেই পরিকল্পনা ধরে আগাতে থাকুন।

– আপনার জানার বা জ্ঞানের পরিধি বাড়ান। জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের ওপর নজর রাখুন এবং ঘটনা বিশ্লেষণ করার চেষ্টা করুন।

– ইতিবাচক চিন্তা করুন। কারণ ইতিবাচক চিন্তা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে দারুণভাবে ভূমিকা রাখতে পারে।

– নেতিবাচক চিন্তা মন থেকে দূরে সরিয়ে রাখুন। এ ধরনের চিন্তা মানুষের ভেতর হীনমন্যতার জন্ম দেয়।

– অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। অভিজ্ঞতা পাঠশালার মতো। এ পর্যন্ত যা অর্জন করেছেন তার সবটুকু কাজে লাগিয়ে বর্তমান সময়ের সিদ্ধান্তগুলো নিন।

– অতীতের ব্যর্থতা মন থেকে মুছে ফেলুন। কারণ ব্যর্থতা জীবনেরই অংশ। ব্যর্থতা হচ্ছে মুদ্রার এপিঠ। মনে রাখবেন, মুদ্রার অন্য পিঠে আছে সাফল্য।

– মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান। যত বেশি মানুষের সঙ্গে মিশবেন আপনার অভিজ্ঞতার ঝুলি তত বেশি পূর্ণ হবে। একই সঙ্গে নৈরাশ্যবাদী এবং মন্দ লোকদের সঙ্গ পরিহার করার চেষ্টা করুন। কারণ তাদের দ্বারা আপনিও প্রভাবিত হতে পারেন।

এমন অসংখ্য উপায় অবলম্বন করতে পারেন নিজেকে এগিয়ে নিতে আর আত্মবিশ্বাস বাড়াতে। সেই আত্মবিশ্বাসই হবে আপনার হাতিয়ার। সেই আত্মবিশ্বাস নিয়েই চাকরিদাতার সামনে হাজির হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি প্রশ্নের জবাব দিন। যেন প্রথম দর্শনেই আত্মবিশ্বাসী মানুষটির দেখা পান চাকরিদাতা। এ আত্মবিশ্বাসী ছবিটাই আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment