৬ টিপসে সাফল্য আসে

৬ টিপসে সাফল্য আসে

  • ক্যারিয়ার ডেস্ক

বিভিন্ন জনকে নিজের বায়োডেটা পাঠাচ্ছেন চাকরির জন্য। একের পর এক পরীক্ষা-ইন্টারভিউ দিয়ে চলেছেন, কিন্তু ফলাফল শূন্য। সবমিলিয়ে হতাশ কি আপনি। তাহলে একবার চোখ বুলিয়ে নিতে পারেন নিচের এই ফেং সুই টিপসে। কে জানে হয়তো এই টিপস আপনার সমস্যা সমাধান করলেও করতে পারে-


১) ঘরের উত্তর দিককে ‘path of life’ বা জীবনের রাস্তা হিসেবে মনে করা হয়। এর সঙ্গে আমাদের কেরিয়ার এবং জীবন এবং আমাদের এনার্জি ওতোঁপ্রোতভাবে জড়িয়ে। তাই এই দিকে সফল ব্যক্তিদের ছবি রাখুন, যাঁদের আপনি আদর্শ হিসেবে মনে করেন।

২) উত্তরের দিকে আয়না বা অ্যাকোয়ারিয়াম বা জলের সঙ্গে যুক্ত কোনও কিছু রাখতে পারেন। এমন করলে লাভ আপনারই।

৩) উত্তরের দিকে নীল বা কালো রং করাতে পারেন, এটি আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো প্রভাব ফেলতে পারে।

৪) মাথায় রাখবেন আপনার বাড়ির মুখ্য দরজা যেন পুরোপুরি খোলে এবং তা খোলার ক্ষেত্রে আশেপাশে যেন কোনও বাধা না থাকে।

৫) আপনার আলমারির জিনিসপত্র যেন গোছানো থাকে। পাশাপাশি শোবার ঘর কোনও আবর্জনা বা বাজে জিনিসে ভরিয়ে তুলবেন না। বাস্তু অনুযায়ী আপনি যে বিছানায় ঘুমোন তার নিচে কোনও জিনিস না রাখলেই ভালো।

৬) ঘরের দক্ষিণ-পূর্ব দিক ধন-সম্পত্তির যোগ থাকে, তাই এই দিক নিয়েও একটু যত্নবান হওয়া প্রয়োজন। ফেং সুই-এর সঙ্গে যুক্ত কিছু জিনিস এখানেও রাখুন, ইতিবাচক ফল পেতে পারেন।

তবে এসবের পরেও একটা কথা মাথখায় রাখতেই হবে আপনার চেষ্টাই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে। তাই পরিশ্রমই শেষ কথা।favicon59-4

Sharing is caring!

Leave a Comment