সার্টিফিকিটের পাশাপাশি চাই আরও কিছু
- ক্যারিয়ার ডেস্ক
বর্তমানে চাকরি পেতে প্রাতিষ্ঠানিক সনদের পাশাপাশি দরকার কিছু অত্যবশ্যকীয় দক্ষতা (স্কিলস), যাকে বলে ‘জব স্কিলস’। নিয়োগকর্তা কি চান? নিয়োগকর্তা চান কিছু বিশেষ গুণাবলী যা একজন দক্ষ কর্মীর মধ্যে থাকা অতীব জরুরী। Presentation Skills, Communication Skills , Interpersonal Skills সহ আপনার প্রয়োজন একটি ব্যাতিক্রমী সিভি যা আপনাকে দিবে এই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এক অনন্য মাত্রা।
আমরা সবাই চাকরি চাই, কিন্তু চাকরির জন্য যেসব দক্ষতা প্রয়োজন তা অর্জনে আমরা কেউ আগ্রহী নই। ফলে প্রতিষ্ঠানগুলো খুঁজে পাচ্ছে না তাদের চাহিদামতো প্রার্থী।
সদ্য গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতার মান উন্নয়নে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (বিএসডিআই) ও স্কটল্যান্ডের স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি (এসকিউএ) যৌথভাবে ‘সার্টিফিকেট ইন এমপ্লয়াবিলিটি স্কিলস’ কোসর্টি চালু করেছে। এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্রে প্রবেশের প্রয়োজনীয় দক্ষতাসমূহ যেমন Presentation Skill, Critical thinking, Collaborative Skill, Interpersonal Skills ইত্যাদি দক্ষতাসমূহের মান উন্নয়নের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা। এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থী তার ভবিষ্যত কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় বিশেষ দক্ষতাসমূহ হাতে কলমে অর্জন করতে পারবেন এবং আত্মবিশ্বাসের সাথে নিজেকে একজন যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে পারবেন।
কোর্সটি মোট ২৮ টি কর্মশালার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এর অন্যতম বৈশিষ্ট্য হলো এর ভিন্নধর্মী প্রশিক্ষণ পদ্ধতি যার মাধ্যমে প্রশিক্ষণার্থী নানাবিধ উদ্ভাবনী কর্মকাণ্ড ও বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্যক্তির ব্যাবহারিক দিক নির্দেশনা পেয়ে থাকেন। কোর্সে অংশগ্রহণকারীগণ CV, Cover letter, Interview techniques, Etiquette, Dress up, Career guidance, Corporate manner ইত্যাদি বিষয়গুলোর উপরে দক্ষতা অর্জন করে থাকেন। সফলতার সাথে সবগুলো ওয়ার্কশপ/কর্মশালা শেষে স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি (এসকিউএ) কর্তৃক আন্তর্জাতিক সনদপত্র প্রদান করা হয়। কোর্সে অংশগ্রহণকারীদের জন্যকোর্স শেষে Mock Interview এর মাধ্যমে অংশগ্রহণকারীদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়। দেশের প্রথম জব পোর্টাল জবসবিডি ডট কম এর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তিতে সহযোগিতা করা হয়।
সদ্য গ্র্যাজুয়েট চাকরিপ্রার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারাও নিজের দক্ষতার উন্নয়নে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার জন্য ভিন্ন ভিন্ন সময়ে চার ধরনের ব্যাচ এর ব্যবস্থা করা হয়েছে।
বিস্তারিত: বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্টইন্সটিটিউট (বিএসডিআই)
বাড়ি নং: ২/বি, রোড নং: ১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯
ফোন: ০২৫৮১৫১০৮৭, ০২৯১০৩৯০১, মোবাইল: ০১৮৩৩১০২৮২৩