এমপ্লয়াবিলিটি স্কিলস নিয়ে বিশেষ সেমিনার
- ক্যারিয়ার ডেস্ক
গত ১৯ অক্টোবর বাংলাদেশ কম্পিউটার সমিতি উইটসা এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট যৌথভাবে ‘আইসিটি এক্সপো ২০১৭’-তে এমপ্লয়াবিলিটি স্কিলস বিষয়ক এক বিশেষ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ও উইটসা এর পরিচালক মো. সবুরখান। সেমিনারে বিশ্ববিদ্যালয় তথা কর্মপোযোগী চাকরিপ্রার্থীদের জন্য প্রয়োজনীয় কর্মদক্ষতা অর্জন ও করণীয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও সেমিনারে আলোচক হিসাবে উপস্থিথ ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম, বি.সি.এস-এর সভাপতি আলী আসফাক এবং ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নিবাহী পরিচালক মোহাম্মদ নূরজ্জামান।
চাকরি দাতা তথা প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে সঠিক ও যোগ্য কর্মী হিসেবে তৈরি করতে বিএসডিআই স্কটল্যান্ডের সরকারি এ্যাওয়াডিং বডি এস.কিউ.এ-এর সনদে সার্টিফিকেট ইন এমপ্লয়াবিলিটি স্কিলস বিষয়ক কোর্স পরিচালনা করে থাকে যা বিশ্ববিদ্যালয় সম্পন্নকারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্কিলের মাধমে এমপ্লয়মেন্টে সরাসরি সহায়তা করে। অনুষ্ঠানের মডারেশন করেন বি.এস.ডি.আই –এর এ্যাডভাইজার কে এমহাসান রিপন।