পড়ি ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে
- ক্যারিয়ার ডেস্ক
বিশ্বব্যাপী ট্যুরিজম শিল্পের প্রসারের ফলে বর্তমানে হোটেল ম্যানেজমেন্ট একটি আকর্ষণীয় পেশা। ফলে সৃষ্টি হয়েছে উদ্যোক্তা হওয়ার সুযোগ। এখানে ক্যারিয়ার গড়তে যারা চান, তারা নিশ্চয়ই জানেন, সঠিক প্রশিক্ষণ গড়ে দিতে পারে একটি সফল ক্যারিয়ার। এ ক্ষেত্রে দেশে বসেই বিদেশি ডিগ্রির সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট [বিএসডিআই]। কনফেডারেশন অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি [সিটিএইচ], ইউকের অধীনে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। রয়েছে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টের পাশাপাশি তিন মাস মেয়াদি ইন্টার্নশিপ। এ ছাড়া অ্যাডভান্স ডিপ্লোমা ও ব্যাচেলর ডিগ্রি অর্জনের সুযোগও রয়েছে। চাইলে বিএসডিআই ও সিটিএইচের সঙ্গে থাকা দেশে-বিদেশে শতাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিটট্রান্সফার করা যাবে।
এইচএসসি বা ও-লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী যে কোনো গ্রুপে ভর্তি হতে পারেন। এ ছাড়াও ৩-৬ মাস মেয়াদি সেফ কোর্স, সার্ভিস কোর্স, বেকারি অ্যান্ড পেস্ট্রি কোর্সেও অংশ নিতে পারবেন। মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ড্যাফোডিল ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুবিধা। যোগাযোগ- বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, বাড়ি-২, রোড-১২, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা; ওয়েবসাইট :www.bsdi-bd.org