দুই উন্নয়ন সংস্থা নেবে ২৭২ কর্মী

দুই উন্নয়ন সংস্থা নেবে ২৭২ কর্মী

  • ক্যারিয়ার ডেস্ক

বেসরকারি উম্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ [টিএমএসএস] ১৯১ কর্মী চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অন্যদিকে ৮১ কর্মী নিয়োগ দেবে আশা।

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ

গবেষণা কর্মকর্তা পদে ২ জন, কারিগরি কর্মকর্তা [প্যারা-ভেট] পদে ৫ জন, কারিগরি কর্মকর্তা [হ্যাচারি টেকনিশিয়ান] পদে ৫ জন, কর্মসূচি সংগঠক পদে ৫ জন, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অফিসার পদে ৫০ জন, সহকারী পরিচালক [অর্থ] পদে ১০ জন, আইটি অফিসার নবম স্তরে ২০ ও একাদশ স্তরে ৭০ জন, হিসাব কর্মকর্তা পদে ২০ জন, ভেটেরিনারি সার্জন পদে ২ জন এবং কৃষি কর্মকর্তা পদে ২ জন নিয়োগ দেবে সংস্থাটি।
আবেদনের ঠিকানা: পরিচালক, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া। আবেদন-সংক্রান্ত বিস্তারিত জানা যাবে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের www.tmss-bd.org -এই ওয়েবসাইটে। আবেদন করতে হবে ২৭ সেপ্টেম্বরের মধ্যে।

আশা
লিগ্যাল অ্যান্ড সিকিউরিটি কনসালট্যান্ট পদে ১ জন, ম্যানেজার পদে ২০ জন, সহকারী ম্যানেজার পদে ২০ জন এবং অফিসার পদে ৪০ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনের ঠিকানা: প্রেসিডেন্ট, আশা, আশা টাওয়ার, ২৩/৩ বীরউত্তম এএনএম নুরুজ্জামান সড়ক, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। আবেদন-সংক্রান্ত আরও তথ্য জানার থাকলে ব্রাউজ করুন আশার এ ওয়েবসাইটে-www.asa.org.bd। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।favicon59-4

Sharing is caring!

Leave a Comment