ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নেবে ১৩৯ জন
- ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪২টি পদে লোক নেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। ১৩৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৮ মার্চ থেকে। আবেদন করা যাবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।
পদ
মহাব্যবস্থাপক, আঞ্চলিক পরিচালক, উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক, উপনিয়ন্ত্রক, উপপ্রধান প্রকৌশলী, উপব্যবস্থাপক, বিশেষজ্ঞ, সহকারী প্রধান নিরীক্ষা কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ), সহযোগী অনুষদ সদস্য, ডেটা অ্যানালিস্ট, প্রযুক্তি কর্মকর্তা, পরিকল্পনা কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা, প্রমোশন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, জরিপ ও তথ্য কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, অডিট অফিসার, লাইব্রেরিয়ান, সহকারী অনুষদ সদস্য, কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা, ড্রাফটম্যানসহ আরও কয়েক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্ত আলাদা আলাদা।
চাকরি আবেদনের বয়স
আগ্রহী প্রার্থীদের আবেদনের বয়স ৮ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bscic.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র আগামী ৭ এপ্রিল পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা।