এমবিএ নাকি মাস্টার্স
- ক্যারিয়ার ডেস্ক
স্নাতক শেষ করার পর অনেকেই এমবিএ এবং মাস্টার্স করা নিয়ে দ্বিধায় পড়ে যান। বিশেষত বিবিএ ছাড়া যারা অন্য বিভাগ থেকে আসেন তাদের অনেকেই এটা নিয়ে দোটানায় পড়েন।
যারা কারিগরি দিকে কাজ করতে আগ্রহী, যারা প্রযুক্তিগত উদ্ভাবন বা গবেষণাধর্মী কাজ করে আনন্দ পান তাদের মাস্টার্স করা উচিত বলে মনে করেন পেশা বিশেষজ্ঞরা। কারণ এমবিএতে ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং তারা উপভোগ করবেন না। আর উপভোগ না করলে যেকোনো পড়াই বিভীষিকা হয়ে যায়।অপরদিকে যাদের লক্ষ্য চাকরি বা ব্যবসা করা, প্রতিষ্ঠানের উচ্চপদে যাওয়া, প্রতিষ্ঠানের নীতি নির্ধারণে ভূমিকা রাখা তাদের জন্য হলো এমবিএ। আপনি যদি ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং উপভোগ করেন, তবে যেকোনো ডিসিপ্লিন থেকে অনার্স করেন না কেন আপনি এমবিএ করতে পারেন।
তবে হ্যাঁ, কেবল এমবিএ রেই যে কোনো কোম্পনিতে তর তর করে উপরে উঠে যাবেন এটা ভাবা বোকামি। এমবিএর শিক্ষা যদি আপনি প্রয়োগ করে দেখাতে না পারেন তাহলে খুব বেশি দূর এগোতে পারবেন না।
এমবিএ কোন প্রতিষ্ঠান থেকে করছেন সেটা অনেক বড় একটা বিষয়। একটা ডিগ্রি দরকার তাই যেন তেন জায়গা থেকে এমবিএ করে ফেললাম এমনটা হলে ক্যারিয়ারে আকাঙ্খিত সাফল্য নাও পেতে পারেন। তবে এ সময় ডিগ্রির সাথে সাথে প্রায়োগিক জ্ঞান অর্জন করাটাও খুব জরুরী। আপনি ভুরি ভুরি মার্কেটিং থিউরি মুখস্ত করলেন কিন্তু প্রোডাক্ট সেল করতে পারেন না, কোনো লাভ এতে হবে না। অনেকে আবার ভুল বিষয় পছন্দ করে বসে থাকেন। যেমন , আপনি অর্ন্তমুখী স্বভাবের, কম কথা বলেন। আপনি পছন্দ করে বসে থাকলেন মার্কেটিং যেটাতে মূলত বেশি বেশি কথা বলে যেতে হবে। সুতরাং বিষয় নির্বাচন করার আগে আপনি যেটা পছন্দ করেন সেটিতে সর্বোচ্চ গুরুত্ব দিন। দেখবেন কাজ করতে দিগুণ উৎসাহ পাচ্ছেন।