হতে পারেন ফ্যাশন ডিজাইনার

হতে পারেন ফ্যাশন ডিজাইনার

  • ক্যারিয়ার ডেস্ক

মডেল হোক কিংবা সেলিব্রেটি কেউ—তার পোশাক বা অলঙ্কার শেষ পর্যন্ত নির্ভর করে ফ্যাশন ডিজাইনারের হাতের ছোঁয়ার ওপর। আবার কোন অনুষ্ঠানে কেমন পোশাক পড়তে হবে, তার সাথে কোন জুতা বা অন্যান্য অ্যাকসেসরিজ মানানসই—এসব বিষয়ে সঠিক পরামর্শটি প্রদান করে থাকেন একজন ফ্যাশন ডিজাইনার। সময়ের সাথে সাথে এই বিষয়ে আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে।

সময়ের সাথে সাথে পাল্টে গেছে অনেক কিছু এবং মানুষের কর্মক্ষেত্রে আসছে পরিবর্তন। সৃষ্টি হচ্ছে নতুন উন্নয়নমুখী সৃষ্টিশীল পেশা। ঠিক তেমনি একটি যুগোপযোগী পেশা ফ্যাশন ডিজাইন। কিছুদিন আগেও ফ্যাশন ডিজাইন সম্পর্কে মানুষের তেমন ধারণা ছিল না। এখন আর সেই সময় নেই। মানুষ আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সৌন্দর্য সচেতন। সবাই চান নতুন কিছু, চান আধুনিকতার বৈচিত্র্যময় জীবন। বৈচিত্র্যের পূর্ণতা পেয়েছে ফ্যাশন ডিজাইন। বর্তমান সময়ের তরুণ-তরুণীদের মধ্যে পোশাক সম্পর্কে যেমন রয়েছে সচেতনতা, তেমন ফ্যাশন ডিজাইনে পড়াশুনার প্রতিও আগ্রহ বাড়ছে সব ধরনের মানুষের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইনে বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি, টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, অ্যাপারেল টেক্সটাইল প্রভৃতি কোর্স করিয়ে থাকে। এ ছাড়াও ফ্যাশন ডিজাইন এবং মার্চেন্ডডাইজিংয়ে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স রয়েছে। এই কোর্সগুলোতে ভর্তির জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রতিযোগিতার বাজারে একজন ডিজাইনারকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। যেমন—সামনের ঈদে অথবা অন্য কোনো উত্সবে পোশাকের থিম কেমন হবে অথবা ভিন্ন ভিন্ন বয়সী মানুষের জন্য পোশাক ডিজাইনের মূল বিষয় কী হবে, সে সম্পর্কে ধারণা থাকতে হবে একজন ডিজাইনারের। দেশিয় এবং পাশ্চাত্যের পোশাকের ডিজাইনের ধারণাও থাকতে হবে।

দিন দিন কদর বাড়ছে ফ্যাশন ডিজাইনারের। গার্মেন্টস, বুটিক হাউজ, টেক্সটাইলস মিলস ও ফ্যাশন হাউজে রয়েছে ফ্যাশন ডিজাইনারের কাজের সুযোগ। এ ছাড়া ফ্যাশন ডিজাইন এক্সিকিউটিভ কনসালট্যান্ট, প্রোডাক্ট ডেভেলপার, এক্সপোর্টার, ইম্পোর্টার হিসেবেও রয়েছে কাজের সুযোগ। আমাদের দেশে দক্ষ ফ্যাশন ডিজাইনারের ঘাটতি রয়েছে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও রয়েছে এই বিষয়ে দক্ষ এবং প্রফেশনালদের চাহিদা। favicon59

Sharing is caring!

Leave a Comment