প্রশিক্ষণ নিতে পারেন ইন্সুরেন্স বিষয়ে

প্রশিক্ষণ নিতে পারেন ইন্সুরেন্স বিষয়ে

ক্যারিয়ার ডেস্ক

ইন্সুরেন্স সেক্টরে দক্ষ জনশক্তি তৈরির জন্য ডিপ্লোমা ও ট্রেনিং কোর্স করিয়ে থাকে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। ডিপ্লোমা কোর্স আবার দুই স্তরে বিভক্ত-১.সার্টিফিকেট ২. অ্যাসোসিয়েট ।

সার্টিফিকেট স্তরগুলো:
ক. রিস্ক অ্যান্ড ইন্স্যুরেন্স
খ. কোম্পানি অ্যান্ড কন্ট্রাক্ট ল’ অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন টু ইন্স্যুরেন্স
গ. প্রপার্টি অ্যান্ড পিকিউলারি ইনসিওরেন্স অথবা ইন্স্যুরেন্স অব দি পারসন
ঘ. বিজনেস এনভায়রনমেন্ট।

অ্যাসোসিয়েটশিপ স্তরগুলো:
ক. জীবন বীমা শাখা
খ. সাধারণ বীমা শাখা

১. লাইফ ইন্সুরেন্স প্র্যাকটিস অ্যান্ড অ্যাডমিনস্ট্রেশন
২. লাইফ অ্যাম্বুলেন্স ল’ অ্যান্ড ট্যাক্সেশন
৩. ম্যাথমেটিক্যাল বেসিস অব লাইফ ইন্স্যুরেন্স
৪. ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টস অব লং টার্ম বিজনেস অথবা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং অব লাইফ ইন্স্যুরেন্স
৫. প্রিন্সিপল অ্যাক্ট প্র্যাকটিস অব ম্যানেজমেন্ট ইন ইন্স্যুরেন্স
৬. বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ।

সাধারণ বীমা শাখার বিষয়
১. মেরিন ইন্স্যুরেন্স প্রিন্সিপল অ্যান্ড প্র্যাকটিস
২. মেরিন ইন্স্যুরেন্স ল’ অ্যান্ড কেইমস
৩. ফায়ার ইন্স্যুরেন্স ল অ্যান্ড কেইমস
৪. ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ল’ অ্যান্ড কেইমস
৫. প্রিন্সিপল অ্যান্ড প্র্যাকটিস অব ম্যানেজমেন্ট ইন্স্যুরেন্স
৬. বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ।

ট্রেনিং কোর্স
ক. সাধারণ বীমা ট্রেনিং কোর্স
১. প্র্যাকটিস অব ফায়ার ইন্স্যুরেন্স
২. ফান্ডামেন্টাল কোর্স অন জেনারেল ইনসিওরেন্স
৩. প্র্যাকটিস অব ইনসিওরেন্স ম্যানেজমেন্ট
৪. প্র্যাকটিস অব মোটর ইন্স্যুরেন্স

খ. জীবন বীমা ট্রেনিং কোর্স
১. আন্ডার রাইটিং অ্যান্ড কেইমস ম্যানেজমেন্ট
২. বেসিক কোর্স অন লাইফ ইন্স্যুরেন্স
৩. সেলস অ্যান্ড মার্কেটিং

যোগাযোগ

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি
৫৩, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২
ফোন : ৯৮৯৯২৯২, ৯৮৯৯২৯৩।favicon59

Sharing is caring!

Leave a Comment