আগামী দিনের আকর্ষণীয় পেশা

আগামী দিনের আকর্ষণীয় পেশা

  • ক্যারিয়ার ডেস্ক
দ্রুত বদলাচ্ছে প্রযুক্তির দুনিয়া। আর সেই দুনিয়াকে ঘিরে ক্রমেই চাহিদা বাড়ছে নিত্য-নতুন বিশেষজ্ঞদের। খুলে যাচ্ছে চাকরির বাজারের নয়া দিক।

১. ডাটা সায়েন্টিস্ট— তথ্য-প্রযুক্তির দুনিয়া এখন ‘তথ্য’ নিয়ে নাড়াচাড়া। এত ধরনের তথ্য নিয়ে কাজ হচ্ছে, তার জন্য তথ্য বিশ্লেষণ এবং সংগ্রহের জন্য দরকার পড়ছে ‘ডাটা সায়েন্টিস্ট’-দের।
বেতন- মাসে অন্তত ৬ থেকে ৭ লক্ষ টাকা

২. সলিউশন আর্কিটেক্ট— একটা তথ্য-প্রযুক্তি সংস্থা কীভাবে ডাটা অ্যানালিসিসের কাজ করবে তা ঠিক করে দেওয়াটা এঁদের কাজ।
বেতন— মাসে ৭ থেকে ৮ লক্ষ টাকা

৩. মোবাইল ডেভলপার— মোবাইল অ্যাপস তৈরি মূলত এঁদের কাজ।
বেতন— মাসে ৪ থেকে ৬ লক্ষ টাকা

৪. প্রডাক্ট ম্যানেজার— প্রোডাক্ট প্রোমোশনিং এঁদের কাজ।
বেতন— মাসে অন্তত ৩ থেকে ৪ লক্ষ টাকা

৫.সফটওয়ার ইঞ্জিনিয়ার— সফটওয়ার বানানোতে এঁরা বিশেষজ্ঞ।
বেতন- মাসে অন্তত ৪ থেকে ৬ লক্ষ টাকা।

৬.অ্যানালিটিক্স ম্যানেজার— এই সময়ে ইন্টারনেট ব্যবসার ‘টিআরপি’ মাপার সফটওয়ার। ‘অ্যানালিটিক্স নামেই পরিচিত।
বেতন— মাসে ৬.৫০ লক্ষ টাকা।

৭. সফটওয়ার ডেভলপমেন্ট ম্যানেজার— ‘সফটওয়ার ডেভলপমেন্ট’-এর কাজের তদারকি করেন।
বেতন— মাসে ৭ থেক ৯ লক্ষ টাকা।

৮. কোয়িলিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ার্স— ‘সফটওয়ার টেস্টিং’-র কাজ করেন এঁরা। ‘সফটওয়ারটা ঠিকঠাক কাজ করছে কি না তা তদারকি করা।
বেতন— মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা।

৯. ইউ এক্স ডিজাইনার— ‘সফটওয়ার’-এর লুক অ্যান্ড ফিল দেখা। এমন ‘ইন্টারফেস’ বানানো যা গ্রাহকের পছন্দ হবে। অনেকটা টেলিভিশন নিউজ চ্যানেলের স্টুডিও তৈরির মতো। যা দেখে একটা টেলিভিশন নিউজ চ্যানেলের লুক অ্যান্ড ফিল বোঝা যায়।
বেতন— মাসে ৫ থেকে ৬ লক্ষ টাকা

১০. সফটওয়ার আর্কিটেক্ট— ‘সফটওয়ার অ্যাপ্লিকেশন’ ঠিকমত কাজ করছে কি না তা দেখা।
বেতন— মাসে ৮ থেকে ৯ লক্ষ টাকা। favicon59

Sharing is caring!

Leave a Comment