স্বপ্নের পেশা এয়ার হোস্টেস

স্বপ্নের পেশা এয়ার হোস্টেস

  • ক্যারিয়ার ডেস্কে

পেশা গড়া নিয়ে ভাবতে হয় সবাইকেই। তবে কিছু আকর্ষণীয় পেশা আছে যার রয়েছে গ্ল্যামারের মুর্ছনা। যে পেশায় আশার জন্য তরুণ-তরুণীরা মনে আলাদা স্বপ্ন লালন করে থাকে। আর এই পেশায় আশার জন্যে থাকে এক মোহনীয় আকাঙ্ক্ষা। যা তাকে সমাজের অন্যদের মধ্যে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়।

পেশা হিসেবে এয়ার হোস্টেস

উড়োজাহাজে প্যাসেঞ্জার সেবাসহ বেশকিছু দায়িত্ব-কর্তব্য পালনে সম্পৃক্ত থাকে কেবিন ক্রু বা এয়ার হোস্টেসরা। ক্যারিয়ার গড়ার জন্য বর্তমানে অত্যন্ত চাহিদাসম্পন্ন একটি পেশা হচ্ছে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু। যাকে তরুণ প্রজন্ম এভিয়েশন খাতে সবচেয়ে আর্কষণীয় ও রোমাঞ্চকর পেশা মনে করে। নীল আকাশকে নিজের আয়ত্তে এনে উড়ে বেড়ানোর দুর্লভ অভিজ্ঞতা একমাত্র এ পেশাতেই সম্ভব। এ পেশায় এয়ার হোস্টেসরা অত্যন্ত বিলাসবহুল জীবনমানের সঙ্গে পুরো পৃথিবী ভ্রমণ করতে পারে। কেবিন ক্রু হয়ে আকাশে আকাশে ঘুরে বেড়ানো এক অন্য ধরনের আনন্দ। সকালে লন্ডন, দুপরে সুইজারল্যান্ড, রাতে নিউইয়র্ক আবার পরের দিন দুবাই। তাই তরুণদের জন্য স্বপ্নীল পেশা হতে পারে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু।

যে ধরনের সুযোগ থাকে

একজন কেবিন ক্রুর ক্যারিয়ার শুরু হয় অত্যন্ত আর্কষণীয় বেতনে এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতনেও বাড়তে থাকে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো কেবিন ক্রুদের বিভিন্ন দেশের বিলাসবহুল হোটেলগুলোয় থাকার ব্যবস্থা করে যেখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি। শুধু একজন ক্রু নন, তার পরিবারের জন্যও আছে অনেক সুবিধা রয়েছে। পরিবারসহ বিভিন্ন দেশে ট্যুর করা, পৃথিবীর নামকরা সব শপিংমল থেকে শপিং, ঐতিহাসিক জায়গায় ভ্রমণের সুযোগসহ নানা সুযোগ রয়েছে।

কখন আসতে হয়

এসএসসি, এইচএসসি অথবা ও-লেভেল, এ-লেভেল পাসের পরই এ পেশার জন্য আবেদন করা যায়। কিন্তু একজন কেবিন ক্রু হতে হলে এ পেশা সর্ম্পকে অবশ্যই বিস্তারিত জ্ঞান থাকতে হবে। এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সংস্থার কাছ থেকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নেওয়ার ফলে একজন প্রার্থীর ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবেদন করার পূর্বে এ পেশা সম্পর্কে কিছু মৌলিক ধারণা অবশ্যই থাকতে হবে যা উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে অর্জন করা সম্ভব। এ নিয়ে আরও জানতে সরাসরি কথা বলতে পারেন ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১ এই নম্বরে।

কর্মক্ষেত্র

এয়ার হোস্টেজ বা কেবিন ক্রু হওয়ার ক্ষেত্রে যারা কোর্স শুরু করবে তাদের চাকরি নিয়ে তেমন চিন্তা করতে হয় না। অন্যদিকে শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানেও অনেক এয়ারলাইন্স কোম্পানি তাদের অগ্রিম ক্যারিয়ারের জন্যে প্রস্তাবনা দিয়ে থাকে। পক্ষান্তরে শুধুমাত্র ঢাকা শহরেই রয়েছে পাঁচশ’র বেশি ট্রাভেল এজেন্সি যেখানে তারা চাকরির অফার পেয়ে থাকে। আর এয়ারলাইন্সের কেবিন ক্রু বা এয়ার হোস্টেসরা চমত্কার জীবন নির্বাহ করেন। তবে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতার সাথে কিছু বাড়তি যোগ্যতা থাকতে হয়, যেমন—বডি ল্যাংগুয়েজ, বাচনভঙ্গি, ধৈয, বুদ্ধিমত্তা প্রভৃতি।

কোথায় পড়বেন

বাংলাদেশে বেশ কিছু এয়ার হোস্টেজ বা কেবিন ক্রু প্রশিক্ষণদানকারী প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে ক্যাটেক অন্যতম। ক্যাটেক বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত এভিয়েশন ইনস্টিটিউট, যার কলেজ কোড ৫০৩৮৯। এর ঠিকানা :বাড়ি-১৪, রোড-০২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা। এখান থেকে ট্রেনিং করে অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইন্সে সফলতার সাথে কাজ করে আসছেন। এখানে স্বল্প খরচে দক্ষ শিক্ষকরা ট্রেনিং দিয়ে থাকেন এবং ট্রেনিং শেষে জব সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করা হয়, যার মাধ্যমে প্রার্থীরা দ্রুত কর্মক্ষেত্রে সম্পৃক্ত হতে পারে।

favicon59সূত্র: ইত্তেফাক

Sharing is caring!

Leave a Comment