যেসব চাকরিতে মেয়েদের সুবিধা বেশি

যেসব চাকরিতে মেয়েদের সুবিধা বেশি

  • ক্যারিয়ার ডেস্ক

দিনকয়েক পরেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। তারপর নামীদামি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পালা। ছাত্রছাত্রীদের একটাই লক্ষ্য, ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজের ক্যারিয়ার মজবুত করা। ভবিষ্যতে ক্যারিয়ারের স্বপ্ন সফল করতে এখন থেকেই ভাবতে শুরু করেছেন অনেকে ছাত্রছাত্রী। পুরুষরা হরেকরকম কাজ করতে পারেন। কিন্তু মহিলারা কর্মক্ষেত্র বাছার সময় একটু সফিস্টিকেটেড জায়গাই পছন্দ করেন। যেখানে তাঁর সম্মানহানির কোনও সুযোগ তো থাকবেই না। পরিবর্তে মিলবে একাধিক সুযোগ সুবিধে।

শিক্ষকতা
শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক স্কুল ও কলেজে চাকরি পাওয়া যায়। ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার জন্য থাকা যায় পড়াশোনার পরিবেশে। এটাই এই পেশার সবচেয়ে ভালো দিক। আর সুবিধে বলতে ছুটি। এই পেশার সঙ্গে যুক্ত শিক্ষিকারা সারা বছর অনেক ছুটি পেয়ে থাকেন। সাধারণ কারণে ছুটিছাটা তো নেওয়াই যায়। মাতৃত্বকালীন ছুটি মেলে ১৮০ দিনের। মিসক্যারেজ বা অ্যাবরশনের জন্য পাওয়া যায় ৬ সপ্তাহের ছুটি। সংক্রমণজনিত অসুখের জন্য নেওয়া যায় ২১ থেকে ৩০ দিনের ছুটি। আর সন্তান পালনের জন্য রয়েছে অতিরিক্ত ছুটির সুযোগ। সন্তানের বয়স ১৮ বছরের মধ্যে থাকলে মায়েরা ৭৩০ দিন পর্যন্ত ছুটি নিতে পারেন।

ব্যাংক
ব্যাংকের চাকরিতেও ভালোই ছুটিছাটার সুবিধে রয়েছে। সেইসঙ্গে রয়েছে দ্রুত পদোন্নতির সুযোগও। আছে পছন্দমতো শাখায় ট্রান্সফার নেওয়ার সুবিধে। আর রয়েছে মাতৃত্বকালীন ছুটি। এ ছাড়া শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি তরফে। পাশাপাশি ব্যাংকের কাজের পরিবেশ ভালো। মহিলাদের সেখানে সম্মানহানির সম্ভাবনাও নেই।

বিচারক/বিচারপতি
যে বিষয়েই স্নাতক হোন না কেন, পরবর্তীতে এলএলবি কোর্স করে নিতে পারেন। তারপর জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসুন। সোজা বিচারক বা বিচারপতির মতো সম্মানীয় চাকরি আপনার হাতের মুঠোয়।

লাইব্রেরিয়ান
পাবলিক লাইব্রেরির তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলিতে বেশি ছুটি পাওয়া যায়। স্কুল কলেজের লাইব্রেরিতে প্রতি শনিবার হাফ ডে কাজ করতে হয়। আর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রতি শুক্র ও শনিবার ছুটি।

রেলে চাকরি
প্রধান সুবিধে হল রেলের কোয়ার্টার। ফলে চাকরি পাওয়া মাত্র আলাদা করে বাড়ি বানানোর কথা না ভাবলেও চলবে। এ ছাড়া রেলের হাসপাতালে চিকিৎসার সুবিধা পাওয়া যায় বিনামূল্যে। সাধারণ ছুটির পাশাপাশি বেড়াতে যাওয়ার জন্য আলাদা করে ছুটি দেওয়া হয়। রেলের চাকরির বেতনও ভালো।

Sharing is caring!

Leave a Comment