উদ্যোক্তাদের জন্য অনলাইন কোর্স
- ক্যারিয়ার ডেস্ক
বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরাসরি পাঠদানের পাশাপাশি অনলাইনেও বিভিন্ন কোর্স অফার করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এসব কোর্স করা যায় সম্পূর্ণ বিনামূল্যে। আর ক্লাস করার প্রয়োজন না থাকায় যেকোনো সময় কোর্সগুলো করা যায়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এসব কোর্সের মধ্যে উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন কোর্স বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। এর কারণ হলো বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের মাঝে চাকরি করার প্রবণতা কমে আসছে আর এ জায়গাটি দখল করে নিচ্ছে উদ্যোক্তা হওয়ার প্রবণতা।বিশ্বের নামকরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা বিষয়ক কয়েকটি কোর্সের খবর আজ পাঠকদের জন্য তুলে ধরা হলো—
কার্নেগি মেলন ইউনিভার্সিটি
যুক্তরাষ্ট্রের নামকরা কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের ‘টকশু (TalkShoe) ‘নামের একটি প্রোগ্রাম রয়েছে যেখানে অনলাইনে উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার আয়োজন করা হয়ে থাকে। এরই অন্তর্ভুক্ত রয়েছে ১৬ লেকচারের একটি কোর্স যার নাম ‘এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস প্লানিং’। বিভিন্ন প্রেজেন্টেশন এবং কেস স্টাডির সমন্বয়ে তৈরি এই কোর্স থেকে একজন নতুন উদ্যোক্তা শিখতে পারবেন গুরুত্বপূর্ণ অনেক বিষয় যা তাকে সহায়তা করবে তার উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যেতে। কোর্স লিংক—http://goo.gl/AzgkKu
ইন্টার্নাল রেভেনিউ সার্ভিস (আইআরএস)
এটি মূলত একটি ভিডিও পোর্টাল যেখানে আছে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন অডিও এবং ভিজ্যুয়াল প্রেজেন্টেশন। একজন নতুন উদ্যোক্তার জন্য ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শের পাশাপাশি এখানে পাওয়া যাবে ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরও। এর পাশাপাশি রয়েছে ‘স্টার্টিং অ্যা বিজনেস’ নামের একটি কোর্স যেখানে আছে ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন কেস স্টাডি। কোর্স লিংক:http://goo.gl/B8P5RP
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)
বিশ্বের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমআইটি। এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কোর্সও করা যায় অনলাইনে। এর মধ্যে উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ কোর্স হলো ‘এন্ট্রাপ্রেনারিয়াল মার্কেটিং’। এমআইটি’র ওপেন কোর্স ইনিশিয়েটিভের অধীনে করা যাবে এই কোর্সটি। মূলত একজন নতুন উদ্যোক্তা বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক এই বাজারে কীভাবে তার ব্যবসায়িক পরিকল্পনা করবে, কীভাবে পণ্যের বাজারজাত করতে হবে এবং কোন উপায়গুলো অবলম্বন করলে বাজারে সফল হওয়া যাবে, এসব কিছুই এই কোর্সের অন্তর্ভুক্ত। কোর্স লিংক :http://goo.gl/izARbP
দ্য ওপেন ইউনিভার্সিটি
যুক্তরাষ্ট্রের দ্য ওপেন ইউনিভার্সিটির ‘লার্নিং স্পেস’-এর অধীনে অনলাইনে রয়েছে বেশ কিছু কোর্স যার মধ্যে উদ্যোক্তাদের জন্য আছে ‘এন্ট্রাপ্রেনারিয়াল বিহেভিয়ার’ নামের একটি কোর্স। এ কোর্সটি থেকে বিশ্বের সফল কয়েকজন উদ্যোক্তা সম্পর্কে জানা যাবে। কীভাবে তারা সফল হয়েছেন এবং নতুনদের জন্য তাদের পরামর্শ কী, এসবই আছে এই কোর্সে। কোর্স লিংক: http://goo.gl/C471CI
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনারশিপ কর্নারের মধ্যে আছে ২ হাজারের বেশি ফ্রি কোর্স এবং পডকাস্ট। একটি প্রতিষ্ঠানের বিপণন থেকে শুরু করে বিক্রয়, ফিন্যান্স, নেতৃত্ব এবং সামাজিক উদ্যোগ, এসব কিছু নিয়েই এখানকার কোর্সগুলো সাজানো হয়েছে। এ সকল কোর্সের মধ্যে উল্লেখযোগ্য দুটি কোর্স হলো ‘টু জেনারেশনস অব এন্ট্রাপ্রেনারশিপ’ এবং ‘টু রিজনস কোম্পানিজ ক্যান ফেইল’। কোর্স লিংক : http://goo.gl/aDKLdC, http://goo.gl/8sD13l