কেমন চাকরি আপনার জন্য সঠিক?

কেমন চাকরি আপনার জন্য সঠিক?

  • ক্যারিয়ার ডেস্ক  
পড়াশোনা শেষ। এবার তো ক্যারিয়ার গড়ার পালা। কিন্তু কীভাবে বুঝবেন কোন পথে এগোনো উচিত? আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সে বিষয়েই ক্যারিয়ার করা সব সময় সম্ভব নাও হতে পারে। আবার আপনার বিষয় এমন হতে পারে যা হয়ত অনেক সেক্টরেই আপনাকে চাকরির সুযোগ দেবে। এখন আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনার জন্য সঠিক। কীভাবে বুঝবেন আসুন জেনে নিই তার জন্য কিছু টিপস-
 
১। নিজেকে জানুন
 
সবার আগে নিজেকে জানুন। আপনি যখন আপনাকে জানবেন তখন সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। ক্যারিয়ারের সিদ্ধান্ত খুবই জটিল। কারণ আপনার ক্যারিয়ার নির্ধারন করবে আপনার ভবিষ্যত দিনগুলিকে। আপনার সামনের জীবন কেমন হবে সেটাও নির্ভর করবে এর উপর। আপনি যদি একটি ভুল পেশা বেছে নেন তাহলে বাকি সারা জীবনই আপনাকে হতাশায় ভুগতে হবে। তাই আগে জানুন, আপনি কি চান।
 
২। নিজের ধরণ বুঝে চাকরি
 
আপনি যদি কৌশলী হন তাহলে মার্কেটিং এর চাকরি বেছে নিতে পারেন। আপনি যদি ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন মানুষ হন তাহলে সাংবাদিকতা হতে পারে আপনার পেশা। আপনার বোঝানোর ক্ষমতা ভাল হলে আপনি হবেন ভাল শিক্ষক। এভাবে নিজের ধরণ বুঝে নিন। এতে করে চাকরি জীবন সহজ হবে আপনার। আপনি যদি আপনার তুলনায় ভিন্ন একটি পেশা গ্রহণ করেন তাহলে সেটি আপনার স্ট্রেস বাড়াবে, আপনাকে হতাশ করবে।
 
৩। সখের সাথে মিলিয়ে চাকরি
 
আপনি যদি একজন ভ্রমণপ্রিয় মানুষ হন তাহলে নিতে পারেন এমন চাকরি যাতে করে ঘুরে বেড়াতে পারবেন ইচ্ছেমত। আবার আপনার যদি ক্রাফটিং এর সখ থাকে তাহলে ক্রাফটিং এর কাজ করে এমন কোন কোম্পানিতে যোগ দিতে পারেন। আপনার লেখালেখি ভাল লাগলে ফিচার রাইটিংকে পেশা হিসেবে নিতে পারেন। আপনার যেমন সখ তেমন মিলিয়ে চাকরি খুজুন। কাজ করে আপনিও আনন্দ পাবেন, আপনার কোম্পানির জন্যও ভাল হবে সেটা।
 
৪। চাকরি নাকি ব্যবসা?
 
সবাইকেই যে চাকরি করতে হবে এমন কোন কথা নেই। আপনি যদি একজন দায়িত্বশীল মানুষ হন তাহলে ব্যবসাও করতে পারেন। সেজন্য প্রয়োজন হবে সৃজনশীলতা, দক্ষতা, লেগে থাকার মানসিকতা এবং মূলধন। আপনার আইডিয়া যত ভাল এবং ইউনিক হবে তত আপনার ব্যবসা নজর কাড়বে অন্যদের। আর লেগে থাকার মানসিকতা এক সময় আপনাকে এনে দেবে সফলতা।favicon59

 

Sharing is caring!

Leave a Comment