ক্যারিয়ার গড়তে পারেন প্রকাশনা শিল্পে

ক্যারিয়ার গড়তে পারেন প্রকাশনা শিল্পে

ক্যারিয়ার ডেস্ক

দেশে বেশ বড় একটা সেক্টর হচ্ছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স মিডিয়া। অন্যান্য ক্যারিয়ারের মতো এটা তেমন চ্যালেঞ্জিং না হলেও এখানে ক্রিয়েটিভিটির রয়েছে অনেক সুযোগ। আপনি যদি যথেষ্ট ক্রিয়েটিভ হন এবং তুলনামূলক কম পরিশ্রম করে স্মার্ট অ্যামাউন্টের জব করতে চান তবে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স সেক্টরই হচ্ছে আপনার উপযুক্ত কর্মক্ষেত্র। চলুন, জেনে নিই প্রকাশনা শিল্পের সুযোগ-সুবিধা, কাজের ধরন, বেতন-ভাতা এবং কাজের পরিধি।

প্রকাশনা জগৎ

ঢাকার বাংলাবাজার, কাঁটাবন ও আরামবাগ-ফকিরাপুলকে ঘিরেই মূলত গড়ে উঠেছে প্রিন্টিং জগতের স্বর্গরাজ্য। যদিও বর্তমানে বিভিন্ন অভিজাত এলাকাতেও প্রিন্টিং জগৎ ছড়িয়ে পড়ছে। প্রিন্টিং এবং পাবলিকেশন্স জগৎটাকে দু’ভাগে সুন্দর ভাগ করা যায়। একটি হচ্ছে প্রি-প্রডাকশন এবং অন্যটি পোস্ট-প্রডাকশন। প্রি-প্রডাকশনে প্রিন্ট এবং পাবলিকেশনের জন্য রেডি করা হয় এবং পোস্ট-প্রডাকশনে সেটা বাস্তবায়ন হয়।

এই পথে ক্যারিয়ার

প্রিন্টিং এবং পাবলিকেশন্সে ক্যারিয়ার ভাবনা করার অর্থ হচ্ছে, আপনি মনে করেন আপনার ক্রিয়েটিভিটির দৌড় অন্যদের চেয়ে বেশি। চমৎকার! তাহলে চলুন এই দুনিয়ার ক্যারিয়ারের দৌড় কতখানি সেটা এবার দেখা যাক। প্রিন্টিং এবং পাবলিকেশন্সের কথা এলেই মাথায় ভেসে আসে ‘ডিজাইন’ ব্যাপারটা। এ ছাড়াও আছে কম্পোজ, প্রুফ রিডিং, রাইটিং, সম্পাদনা, বিজ্ঞাপন, মার্কেটিংসহ আরও বেশ কয়েকটি কর্মক্ষেত্র। এ ছাড়াও প্রিন্টিং প্রেসের ম্যানেজিং, মেশিনম্যান ইঞ্জিনিয়ার ইত্যাদি।

গ্রাফিক্স ডিজাইনার

প্রিন্টিং এবং পাবলিকেশন্স জগতে সবচেয়ে ক্রিয়েটিভিটি পদটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। এর সঙ্গে জড়িত থাকেন বড় বড় চিত্রশিল্পী, কার্টুনিস্ট, অঙ্কনশিল্পী, প্রচ্ছদশিল্পী। প্রকৃতপক্ষেই যারা ক্রিয়েটিভ তাদের জন্য এই পদটা অনেক বড় একটা স্থান। কম পরিশ্রম, বেশি ভাবনার এবং নিজের যোগ্যতা তুলে ধরার চেয়ে আর বড় কোনো স্থান আছে বলে মনে হয় না। কাজের প্রকৃতি ভেদে গ্রাফিক্স ডিজাইনারের অবস্থান এবং পরিধিও কম-বেশি হয়ে থাকে।

অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং কোয়ার্ক এক্সপ্রেস- এই তিনটি কম্পিউটার প্রোগ্রামে দক্ষতা থাকলে আপনি এই সেক্টরে কাজ শুরু করতে পারেন। এই প্রোগ্রামগুলোতে দক্ষতা থাকলে কাজের সুবিধা হবে। দক্ষতা কম কিন্তু ক্রিয়েটিভিটি বেশি তাতেও চলবে। যদি এমন হয়, আপনার ক্রিয়েটিভ আইডিয়া, দক্ষতা কম বা নেই; তাহলে এই সেক্টরে আপনি টিকতে পারবেন না। সুতরাং এই লাইনে ক্যারিয়ার গড়তে চাওয়ার আগে নিজের ক্রিয়েটিভিটির ব্যাপারটা খেয়াল রাখুন।

প্রুফ রিডার

Studyপ্রিন্টিং এবং পাবলিকেশন্স জগতে আরেকটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে প্রুফ রিডিং। একটি নির্ভুল এবং সুন্দর প্রকাশনার জন্য প্রুফ রিডারের ভূমিকা অত্যন্ত জরুরি। তাই এই পদটিও গুরুত্বপূর্ণ। ভাষার ওপর দক্ষতা এখানে জরুরি। এ ছাড়াও যে কোনো বিষয়ের ওপর দক্ষতা আবশ্যক এই পদে ক্যারিয়ার গড়তে।

লেখালেখি

সৃজনশীল প্রকাশনার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বই, জার্নাল, পত্রিকা প্রকাশিত হয় নিয়মিত। সেসবের জন্য রাইটিং বিভাগ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় প্রিন্টিং এবং পাবলিকেশন্স মিডিয়াতে। যদিও বর্তমানে রাইটিং বিভাগ বাংলাদেশে এখনও ক্যারিয়ার হিসেবে জনপ্রিয় নয়। কিন্তু অনেকেই এর সঙ্গে জড়িত হচ্ছেন এবং খুবই দক্ষতার সঙ্গে ভালো করছেন। এজন্য শুধু দৈনিক পত্রিকার ফিচার বিভাগগুলোকে কেন্দ্র করেও অনেকেই রাইটিংকে পেশা হিসেবে ভাবতে শুরু করেছেন।

সম্পাদনা

প্রকাশনা সেকশনে সম্পাদনা বিভাগটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা যে কোনো ভালো একটি লেখা সম্পাদনার অভাবে সুন্দর পরিণতি হয় না। তাই প্রকাশনা বিভাগে যে কোনো একটা বই, লেখা, পত্রিকা, গল্প বা উপন্যাস ভালো হওয়ার পেছনে একজন দক্ষ সম্পাদকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বিচিত্র গুণাবলির অধিকারী এবং ক্রিয়েটিভ টাইপের যদি হয়ে থাকেন, তাহলে প্রকাশনার সম্পাদনা বিভাগে আপনি অবশ্যই ভালো করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রকাশনা জগতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপনকর্মী, বিজ্ঞাপন ম্যানেজার এবং বিজ্ঞাপন সহকারীদের সমন্বয়ে প্রকাশনার মূল কাঠামো গড়ে ওঠে। যেসব প্রকাশনা বিজ্ঞাপন-নির্ভর; যেমন: দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ইত্যাদি বিজ্ঞাপনের বলেই বলিয়ান হন নিয়মিত। তাই বিজ্ঞাপনকর্মীদের প্রফেশন গুরুত্বপূর্ণ এখানে।

মার্কেটিং

একটা প্রকাশনা যত সুন্দর এবং নান্দনিকই হোক না কেন; যদি সেটার মার্কেটিং করা না হয়, তাহলে কিছুতেই মানুষের কাছে পেঁৗছানো সম্ভব নয়। আর মানুষের কাছে তথা ক্রেতার কাছে পৌঁছাতে না পারলে অবশ্যই সেই প্রকাশনার মূল্য থাকে না। সুতরাং আর যাই হোক, প্রকাশনা শিল্পে মার্কেটিং সেকশনের দায়িত্ব-কর্তব্য অনস্বীকার্য। তাই অন্যান্য সেক্টরের চেয়ে এই মার্কেটিং বিভাগ বেশি গুরুত্বপূর্ণ।

বইমেলায় বিক্রয়কর্মী

ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে হয় অমর একুশে বইমেলা। ভাষার মাসে মেলা জমে ওঠে বেশ। দেশের প্রায় সব প্রকাশনা প্রতিষ্ঠানই মেলায় তাদের স্টল দিয়ে থাকে। এসব স্টলে প্রয়োজন হয় বিক্রিয়কর্মীর। মেলা চলাকালে এই খণ্ডকালীন চাকরি নিতে পারেন যে কেউ। এ প্রসঙ্গে বাংলা প্রকাশের প্রকাশক হুমায়ুন কবীর ঢালী বলেন, ‘আমরা মেলায় বিক্রয়কর্মী হিসেবে তরুণ এবং ছাত্রছাত্রীদেরই নিয়োগ দিই। এই জন্য পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিজ্ঞপ্তি দিই। আগ্রহীদের যাচাই-বাছাই করে যোগ্যদের নিয়োগ দিই।’

মেলায় খণ্ডকালীন বিক্রয়কর্মীরা ভালোই একটা সেলারি পান। আপনিও চাইলে মেলায় কাজ করতে পারেন। যোগাযোগ করতে পারেন_ ঐতিহ্য, সময়, আগামী, অন্য প্রকাশ, অনন্যা, অনিন্দ্য প্রকাশ, বাংলা প্রকাশ, পাঞ্জেরী, অ্যাডর্ন, কথা প্রকাশ, পাঠক সমাবেশ, সাহিত্য প্রকাশসহ বড় প্রকাশনাগুলোতে।

বেতন-ভাতা

কাজের দক্ষতা, অভিজ্ঞতা, জানার পরিধি, ক্রিয়েটিভিটি ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে প্রিন্টিং এবং পাবলিকেশন্স সেকশনের নানা পদের বেতন-ভাতা নির্ধারণ করা হয়ে থাকে। স্থান ভেদে একজন গ্রাফিক্স ডিজাইনারের বেতন ১৫ হাজার থেকে শুরু করে ৭৫ হাজার বা এক লাখ টাকা হয়ে থাকে। প্রুফ রিডারদের বেতন ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। রাইটিং সেকশনে সাধারণত চুক্তিভিত্তিক কাজ হয়ে থাকে। কারণ এই বিভাগটি এখনও বাংলাদেশে পূর্ণতা পায়নি। সম্পাদনা বিভাগের বেতন গড়পড়তা ১৫ থেকে ৩৫ হাজার টাকা। বিজ্ঞাপন সেকশনে বেতন তুলনামূলক কম। কিন্তু সুনির্দিষ্ট টার্গেট ফিলাপে অতিরিক্ত কমিশন বেতনের সঙ্গে যোগ হয়ে থাকে। মার্কেটিং ১০ থেকে ২৫ হাজার টাকা প্রতি মাসে।

ক্যারিয়ার নিশ্চয়তা

অনেকেই মনে করেন এই সেক্টরে ক্যারিয়ারের নিশ্চয়তা নেই। কিন্তু বর্তমানে এই কথা অচল, পুরনো। কেননা প্রিন্টিং এবং পাবলিকেশন্স জগৎটা এখন অনেক বড়। আপনি খুব সহজেই এক জায়গায় থেকে বেটার জায়গায় বাছাই করতে পারেন। সুতরাং জব নিশ্চয়তা আপনার আছে এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।

ভালো লাগার স্থানেই কাজ করা উচিত। যদি ভালো লাগে এই প্রকাশনার জগৎ। তাহলেই কেবল আসুন। কারণ এখানে কাজের বৈচিত্র্য নেই। কেবল আপনি যদি এই জগৎটাকে ভালোবাসেন তাহলেই আপনার কাজ ভালো লাগবে। আর সবার রুচি এবং চাহিদা যেহেতু এক নয়; সুতরাং বুঝে-সমঝে আসুন এই সেক্টরে। মনে রাখবেন, ক্যারিয়ার সেখানেই স্যুট করে, যেখানে ভালো লাগার বিন্দুটি রয় বাঁধা। শুভকামনা আপনার উন্নতির পথে।

সূত্র: সমকালfavicon59

Sharing is caring!

Leave a Comment