চাকুরীক্ষেত্রে যে প্রোগ্রামিং ভাষার চাহিদা বেশি
- ক্যারিয়ার ডেস্ক
পেশা হিসেবে দিন দিনই জনপ্রিয় হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। তরুণদের মাঝে প্রোগ্রামিং শেখার বেশ আগ্রহও লক্ষ্য করা যায়। তবে বেশ কিছু প্রোগ্রামিং ভাষা থাকায় কোন প্রোগ্রামিং ভাষাটি শেখা বুদ্ধিমানের কাজ হবে, সেই সিদ্ধান্তহীনতায় ভোগেন অনেকেই। বিশেষ করে চাকরির বাজারে কোনটির চাহিদা বেশি, এই প্রশ্ন ঘুরপাক খায় সবার মনে।
যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান কোয়ার্টজ বেশ কিছু প্রোগ্রামিং ভাষার চাহিদা কেমন এবং সেসকল ভাষায় অভিজ্ঞদের গড় বেতন কত, সে বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদন থেকে আজ আপনাদের সামনে তুলে ধরা হল সবেচেয়ে বেশি চাহিদা থাকা কয়েকটি প্রোগ্রামিং ভাষায় একজন দক্ষ ব্যক্তির গড় আয়।
১. রুবি অন রেইলস: এই প্রোগ্রামিং ভাষায় দক্ষ একজন ব্যক্তির বাৎসরিক গড় আয় প্রায় ১০৯,৪৬০ ডলার।
২. অবজেক্টিভ সি: অবজেক্টিভ সি প্রোগ্রামিং ভাষায় পারদর্শী, এমন একজন ব্যক্তি বছরে আয় করে থাকেন ১০৮,২২৫ ডলার।
৩. পাইথন: পাইথনে অভিজ্ঞ একজন ব্যক্তির বাৎসরিক আয় ১০০,৭১৭ ডলার।
৪. জাভা: আপনি যদি জাভা প্রোগ্রামিং ভাষায় অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে আপনার বছরে আয় হতে পারে প্রায় ৯৪,৯০৮ ডলার।
৫. সি++: বছরে প্রায় ৯৩,৫০২ ডলার আয় করেন একজন সি++ অভিজ্ঞ প্রোগ্রামার।
৬. জাভাস্ক্রিপ্ট: জাভাস্ক্রিপ্টে অভিজ্ঞ একজন প্রোগ্রামার গড়ে ৯১,৪৬১ ডলার আয় করেন প্রতি বছর।
৭. সি: বছরে প্রায় ৯০,১৩৪ ডলার আয় করেন সি প্রোগ্রামিং ভাষায় পারদর্শী একজন প্রোগ্রামার।
৮. আর: এই প্রোগ্রামিং ভাষায় দক্ষ একজন প্রোগ্রামারের বাৎসরিক আয় প্রায় ৯০,০৫৫ ডলার।
৯. সি#: যুক্তরাষ্ট্রে সি শার্প অভিজ্ঞ একজন ব্যকি বছরে প্রায় ৮৯,০৭৪ ডলার আয় করেন।
১০. ভিজ্যুয়াল বেসিক: একজন ভিজ্যুয়াল বেসিক পারদর্শী ব্যক্তির আয় প্রায় ৮৫,৯৬২ ডলার প্রতি বছরে।