বিজ্ঞানীদের সামাজিক নেটওয়ার্ক
- ক্যারিয়ার ডেস্ক
সাধারণ মানুষদের পাশাপাশি বিজ্ঞানীদের জন্যও সামাজিক নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ হচ্ছে। সেই উদ্দ্যেশে ফেসবুকের মতো ওয়েবভিত্তিক অনেক প্লাটফর্ম গড়ে উঠছে। মাই সায়েন্স ওয়ার্ক নামের একটি ওয়েবসাইট বিভিন্ন প্লাটফর্মের উপর একটি তুলনামূলক আলোচনা করেছে।
নিম্নে কিছু প্লাটফর্ম তুলে ধরা হল।
- direct2experts.org বায়োমেডিক্যাল বিষয়ের এক্সপার্টদের একটি প্লাটফর্ম।
- openwetware.org বিভিন্ন ল্যাবগুলির মধ্যে আন্তযোগাযোগ এর প্লাটফর্ম।
- biostars.org বায়োইনফরমেটিকস এর বিভিন্ন প্রশ্ন ও উত্তর এবং বিজ্ঞানীদের মধ্যে নেটওয়ার্কিং।
- Scitable বিখ্যাত নেচার পত্রিকার উদ্দোগে তৈরী তথ্যমূলক একটি প্লাটফর্ম।
- vivoweb.org বিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞানীদের একত্রিত করার একটি প্লাটফর্ম।
- researchers.a-star.edu.sg সিঙ্গাপুরের বিজ্ঞানীদের নেটওয়ার্ক এর প্লাটফর্ম।
- socialsciencespace.com সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর প্লাটফর্ম।
- viadeo.com প্রফেশনালদের নেটওয়ার্ক।
- malariaworld.org ম্যালেরিয়া গবেষকদের একটি প্লাটফর্ম।
- biomedexperts.com বায়োমেডিক্যাল গবেষকদের একটি প্লাটফর্ম।
- researchgate.net বর্তমানে বিজ্ঞানীদের মধ্যে সবথেকে প্রচলিত প্লাটফর্ম। অনেকটা ফেসবুকের আদলে তৈরী করা, যেখানে বিজ্ঞানীরা তাদের প্রাকাশিত প্রবন্ধ অন্যদের সাথে শেয়ার করতে পারেন।
- linkedin.com প্রোফেশনালদের নেটওয়ার্ক। ফেসবুকের মতন। তবে ব্যাক্তিগত এর থেকে প্রোফেশনার কাজে বহুল ব্যবহৃত হয়।