সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রতি কিছু সাধারণ টিপস:
- ক্যারিয়ার ডেস্ক
নবীন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে সংখ্যাগরিষ্ঠরা প্রায়ই কিছু কমন ভুলের পুনরাবৃত্তি করে থাকে। বেসিক কিছু প্র্যাকটিস ধরে রাখলেই এইগুলো থেকে রেহাই পাওয়া যায়। এ ধরণের কিছু টিপস আমি বুলেট পয়েন্ট আকারে দিচ্ছি। নতুনদের জন্য আশা করি কিছুটা হলেও কার্যকর হবে।
- রিকয়্যারমেন্ট না বুঝে কাজ শুরু করবেন না। কাজ শুরু করার আগে ঠান্ডা মাথায় সমস্যা নিয়ে ভাবুন, কিভাবে সমাধান করবেন ঠিক করুন, এরপর কাজে হাত দিন।
- কোন টাস্কের এস্টিমেশন দেওয়ার সময় যতটুকু প্রয়োজন ততটুকুই দিন। এস্টিমেশন টাইম বেশি বেশি লাগছে বলে লজ্জা করে কম বলবেন না। বরং, অতিরিক্ত কিছু সময় হাতে রাখুন যাতে করে ভাল একটা আউটপুট দেওয়া যায়।
- তাড়াহুড়া করে কাজ শেষ করতে গিয়ে কাজের মধ্যে ভুল রাখবেন না। কাজ জমা দেওয়ার আগে পর্যাপ্ত টেস্টিং করে করে নির্ভুল আউটপুট নিশ্চিত করুন।
- কোন ভুল করে থাকলে অজুহাত না দিয়ে স্বীকার করে নিন। মিথ্যা যুক্তিতর্ক করে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে অহেতুক নিজেকে অগ্রহণযোগ্য করবেন না।
- আপনার ম্যানেজার বা ক্লায়েন্ট কোন প্রশ্ন করলে তৎক্ষণাৎ উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। আপনি কি বলবেন ভালমতো গুছিয়ে নিয়ে সুন্দরভাবে উত্তর দিন।
- ক্লায়েন্ট ধরতে পারবেনা, এই ভেবে কোন ত্রুটি গোপন করবেন না। আপনি যেটা ধরতে পেরেছেন ক্লায়েন্ট অবশ্যই ধরতে পারবে নিশ্চিত থাকুন। তাছাড়া, জানা সত্যেও ভুল গোপন করা এক ধরণের প্রতারণা।
- কাজের সময় নিজের অজান্তেই ঘনঘন ফেসবুক, ইউটিউবে ঢু মারা মারাত্মক বদভ্যাস। এটি আপনার কাজের কোয়ালিটি নষ্ট করে দিবে। দিন শেষে দেখা যাবে কাজের কাজ তেমন কিছুই হয়নি। সুতরাং, যখন তখন নিজের কাজে ইন্টারাপ্ট করবেন না বলে প্রতিজ্ঞা করে নিন।
- আপনার কথা ও কাজে মিল রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার দেওয়া কথার উপর ভিত্তি করে আপনার ম্যানেজার, ক্লায়েন্ট কিংবা ক্লায়েন্টের ক্লায়েন্ট অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কাজেই নিজের কমিটমেন্টের উপর সর্বাধিক যত্নশীল হোন।
- সংক্ষিপ্ত হলেও আপনার কাজের ডকুমেন্টেশন করুন। এটি আপনাকে ভবিষ্যতের অনেক প্রতিকূল পরিস্থিতি সামাল দিবে।
- কাজের ইন্সট্রাকশনগুলো মনোযোগ দিয়ে শুনুন, না বুঝলে জিজ্ঞেস করুন। আপনি যা বুঝেছেন তা পুনরাবৃত্তি করে নিশ্চিত হয়ে নিন। অনেকে হেয়ালীপনার কারণে অসম্পূর্ণ কাজ জমা দিয়ে দেয়। পরবর্তীতে মিসিং রিকয়্যারমেন্টের কথা মনে করিয়ে দিলে জিহ্বায় কামড় দিয়ে অনুশোচনা করে।
- আপনাকে যে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে তা টু-ডু লিস্টে টুকে রাখুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, টু-ডু লিস্টের গুরুত্বকে কখনো আন্ডার-এস্টিমেট করবেন না।
- আপনাকে দেওয়া যেকোনো ফাইল কিংবা গুরুত্বপূর্ণ তথ্য যত্ন করে সংরক্ষণ করুন। অনেক আত্মভোলা ডেভেলপার লগইন ডিটেলস, এফটিপি এক্সেস, স্পেক ডকুমেন্টের মত গুরুত্বপূর্ণ জিনিস বারবার হারিয়ে ফেলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেন।
টেকনিক্যাল ফিল্ডে নিজের যোগ্যতা প্রমাণ করেই সামনে এগুতে হয়। কেউ কেউ ৬ মাসের এক্সপেরিয়েন্সে যা শিখে অনেকে ২ বছরেও তা শিখতে পারেনা। কাজেই নিজের ভুলকে নির্ভুলে রূপান্তরিত করে এগুতে হবে। এক্ষেত্রে উপরের পয়েন্টগুলো কাজে আসবে ইনশাআল্লাহ।

 
	                
	                	
	            
 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	