কম সময়ে চাকরি পেতে

কম সময়ে চাকরি পেতে

  • ক্যারিয়ার ডেস্ক

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষার অপার সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট (www.dpi.ac) ২০০৩ সাল থেকে যাত্রা শুরু করে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, টেক্সটাইল এবং সিভিল প্রোগ্রামগুলোর গ্রহণযোগ্যতা ইতোমধ্যে চাকরিক্ষেত্রে আশাতীতভাবে প্রমাণিত হয়েছে। একজন শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাসের পর চাকরির পাশাপাশি সান্ধ্যকালীন ব্যাচে দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বল্পতম সময়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি, এমএসসি, এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ লাভ করতে পারেন।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের মেয়াদ ও ভর্তির যোগ্যতা :

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারে সম্পন্ন হয়, প্রতি সেমিস্টার ৬ মাস অন্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পর শিক্ষার্থীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সনদপত্র লাভ করে। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে পাস করতে হবে। এইচএসসি উত্তীর্ণ, অনুত্তীর্ণ বা পরীক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন, ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ও পাসের সন, বিভাগ শিথিলযোগ্য।

অফিস চলাকালীন সময়ে ভর্তিসংক্রান্ত তথ্য জানতে ০১৭১৩৪৯৩২৪৩ নম্বরে যোগাযোগ করুন। ভর্তির আবেদনপত্র বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি হতে হবে। বর্তমানে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, টেক্সটাইল, গার্মেন্ট ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি চলছে।

সূত্র: ইত্তেফাক।favicon59

Sharing is caring!

Leave a Comment