চাকরি পরীক্ষায় গুরুত্ব দিন ইংরেজিতে
- ক্যারিয়ার ডেস্ক
চাকরির বাজার এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই চাকরির বাজারে নিজেকে যোগ্যতর করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। নিজেকে চাকরির বাজারে যোগ্যতর হিসেবে হাজির করার অন্যতম প্রধান উপায় হচ্ছে চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করা। এখনকার সময়ে যেকোনো চাকরিতেই খুব অল্প পদের বিপরীতেই প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ে। ফলে নৈর্বক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষাসহ একাধিক ধাপে সম্পন্ন হয়ে থাকে নিয়োগ প্রক্রিয়া। তবে চাকরিতে লিখিত সব পরীক্ষাতে যারা ফলাফল ভালো করে থাকে, পরবর্তী ধাপগুলোতে তাদের মূল্যায়ন একটু ভালোভাবেই হয়ে থাকে। তাই চাকরির পরীক্ষাতে ভালো করা চাকরির বাজারে নিজের যোগ্যতা প্রমাণের অন্যতম প্রধান একটি উপায়। চাকরি রয়েছে নানা ধরনের—সরকারি, বেসরকারি, বহুজাতিক, আন্তর্জাতিক—নানা ধরনের প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের প্রতিটির জন্যই চাকরির পরীক্ষার ধরণ আলাদা হয়ে থাকে। পরীক্ষার বিষয়াবলীতেও থাকে বৈচিত্র্য। তারপরেও কিছু কিছু বিষয় সব ধরনের চাকরির পরীক্ষাতেই গুরুত্বপূর্ণ। এ সব বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে কমবেশি সব ধরনের প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষাতেই ভালো করা সম্ভব। এসব বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি জানা। আজকের এই লেখায় ইংরেজির গুরুত্ব আলোচনা করা হলো। ধারাবাহিকভাবে এই প্রতিবেদনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ক্যারিয়ার ভাবুক পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হবে।
- ইংরেজি
আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি জানার কোনো বিকল্প নেই। আমাদের পাঠ্যক্রমেও ছোটবেলা থেকেই ইংরেজিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তারপরেও আমাদের দেশে শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়ে সাধারণ দুর্বলতা রয়েছে। ইংরেজি নিয়ে ভীতিও রয়েছে অনেক শিক্ষার্থীর মধ্যেই। তবে চাকরির জন্য ইংরেজিতে দক্ষ হয়ে ওঠার বিকল্প নেই। ইংরেজিতে দক্ষ হয়ে ওঠার অর্থ অবশ্য ছোটবেলায় পড়ে আসা ইংরেজি গ্রামারের বিষয়গুলো শেখা নয়। অন্তত এখন আর ইংরেজিকে ওইভাবে দেখা হয় না। এখন মূলত ইংরেজিতে সহজভাবে যেকোনো বিষয়ে কয়েক কলম লেখার দক্ষতাতেই গুরুত্ব দেওয়া হয়। তবে ইংরেজি গ্রামারে একেবারেই গুরুত্ব না দিলে চলবে না। কেননা, এখনকার চাকরির পরীক্ষায় সরাসরি গ্রামার থেকে প্রশ্ন না আসলেও বাক্য থেকে ভুল চিহ্নিত করা এবং বাক্য সংশোধনের বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এ ছাড়া প্রিপোজিশনের ব্যবহার, ক্রিয়াপদের সঠিক ব্যবহার, টেনস, বাক্যের বিভিন্ন ধরনের মধ্যে পারস্পারিক পরিবর্তন এবং এই ধরনের বিষয়গুলো নিয়মিত আসে চাকরির পরীক্ষায়।