মুঠোফোনে ইন্টারভিউয়ের সময় করণীয়

মুঠোফোনে ইন্টারভিউয়ের সময় করণীয়

  • ক্যারিয়ার ডেস্ক

কখনো কখনো মুঠোফোনেও ইন্টারভিউ দিতে হয়। এটা নির্ভর করে চাকরিদাতা ও প্রার্থীর মধ্যে আলোচনার ওপর। সময় বাঁচাতে কিংবা দূরত্ব এড়াতে অনেক প্রতিষ্ঠান মুঠোফোনে ইন্টারভিউ নিয়ে থাকে। এমন পরিস্থিতিতে নিজেকে আগে থেকেই তৈরি থাকতে হয়। তাই আজ মুঠোফোনে ইন্টারভিউয়ের সময় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হলো-


প্রাথমিক করণীয়
আপনি যখন সিভি তৈরি করবেন, তখন অবশ্যই আপনার লিঙ্কডইন, স্কাইপি, ভাইবার, ইমো, হোয়াটস আপ ইত্যাদি সকল তথ্য দিবেন। এতে উভয়পক্ষেরই বিড়ম্বনা কমে আসে। মুঠোফোন ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া ও ঠিকভাবে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ।

যেভাবে প্রস্তুতি নিবেন
• ইন্টারভিউয়ের সময় অপ্রত্যাশিত বা অপরিকল্পিত কল ধরবেন না।
• কোনো কারণে আপনার সিডিউলের সাথে রিক্রুইটারের শিডিউল না মিললে ক্ষমা চেয়ে নিয়ে কলটা রি-শিডিউল করতে বলুন।
• সিভিটা হাতের নাগালেই রাখুন। ভুল কোনো তথ্য যেন দেয়া না হয়ে যায়।
• নিরিবিলি পরিবেশে কলটা রিসিভ করুন।
• আপনার কাজ রিলেটেড উত্তরগুলো চর্চা করুন, এটা রিক্রুইটারকে ইম্প্রেস করার ভালো উপায়।
• নোট নেওয়ার জন্য সাথে সব সময় নোটবুক ও কলম প্রস্তুত রাখবেন।
• শারীরিক এবং মানসিক ভাবে শান্ত থাকবেন।
• ফোন কলের মাঝে যেন বিরতির দরকার না হয়। এটা করা যাবে না।
• আপনার মোবাইলে কল ওয়েটিং বন্ধ রাখুন।
• কোনো প্রকার ভিডিও, সাউন্ড, টিভি ইত্যাদি বন্ধ রাখুন।
• হাতের নাগালেই খাওয়ার পানি রাখুন, যাতে বিপরীত ব্যক্তি কথা বলার সময় গলাটা ভিজিয়ে নিতে পারেন।
• আয়নার সামনে বসে উত্তরগুলোর চর্চা করুন।

ইন্টারভিউয়ের সময়
• লিসেনিং স্কিল ইন্টারভিউ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্নটা ঠিকমত বুঝে যথাযথ ভাবে উত্তর দিন।
• রিক্রুটারের প্রশ্ন করার মাঝে কথা বলা বর্জন করুন।
• আস্তে আস্তে এবং স্পষ্টভাবে কথা বলুন যাতে রিক্রুইটার ঠিকমত বুঝতে পারেন।
• বিনীত এবং ভদ্র থাকুন আর আনপ্রফেশনাল ভাষা পরিহার করুন। ইন্টারভিউ শেষ হলে ধন্যবাদ জানান।
• সর্বোত্তম দেওয়ার চেষ্টা করুন কারণ এটাই আপনার পরবর্তী পর্বের নির্ধারক।
• সেকেন্ডের মধ্যে সাড়া দেওয়ার চেষ্টা করুন।
• ‘হা’ বা  ‘না’ টাইপ উত্তর পরিহার করুন।
• সৎ থাকুন এবং সঠিক তথ্য প্রদান করুন।
• ইন্টারভিউ রি-শিডিউল করা থেকে যথাসম্ভব বিরত থাকুন।
• আপনার কণ্ঠস্বরকে নমনীয় রাখুন কারণ যারা আপনার ইন্টারভিউ নিচ্ছেন, তারা অনেক অভিজ্ঞ এবং সহজেই ধরে ফেলতে পারেন আপনার অবস্থা।
• মাথা ঠাণ্ডা রাখুন, মুখে হাসি রাখুন ও সুন্দর ভাবে মুঠোফোনে ইন্টারভিউ দিন। favicon59

Sharing is caring!

Leave a Comment