পড়ার বিষয় বিজনেস একাউন্টিং
- ক্যারিয়ার ডেস্ক
শিক্ষা ক্ষেত্রে বিষয় নির্বাচন খুবই গুরুত্বপুর্ণ বিষয়। বাণিজ্যের প্রসার হওয়ায় এখন ব্যবসায় শিক্ষার প্রতি ছাত্র-ছাত্রীদের বেশি ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে যা তাদের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে সহায়তা করছে। এই ব্যবসায় শিক্ষার ফলে আন্তর্জাতিক মানের বিজনেস নির্বাহীদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এমন একটি কোর্স হচ্ছে বিজনেস একাউন্টিং যা ক্যারিয়ারভিত্তিক প্রফেশনাল কোর্স।
এইচএনডি ইন বিজনেস হচ্ছে সর্বজনীন স্বীকৃত এবং গ্রহণযোগ্য প্রফেশনাল ডিগ্রী যার রয়েছে বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা। এ চাহিদার কারণেই এর সারা বিশ্বে স্বাতন্ত্র্য কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। যে কোনো শিক্ষার্থী এইচএসসি বা এ-লেভেল পাশ করে বিজনেস একাউন্টিং কোর্স সম্পন্ন করতে পারে। এটি সম্পন্ন করতে অপেক্ষাকৃত কম সময় লাগে। আর এটি পুরোপুরি করতে খরচ হয় আনুমানিক এক লাখ টাকার কম।
বিজনেস একাউন্টিং কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যচেলর প্রোগ্রামে ভর্তি হতে পরে। শুধু তাই নয় এখান থেকে স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোন দেশের এডেক্সেল অনুমোদিত অনেক ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এটি হচ্ছে সেমিস্টারভিত্তিক ফিন্যান্স এবং বিজনেস বিষয়ে উচ্চতর পড়াশোনা। বিজনেস একাউন্টিং ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে বিশেষ কোর্স যেখানে ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন -ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, অপারেশন, কনট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, লীজিং,ফাইন্যান্স, পলিসি ও আইন-কানুন প্রভৃতি শেখানো হয়। এটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল চাকরিভিত্তিক ডিগ্রি। এখানে ১৮টি বিষয়ে পড়ানো হয়। এক্ষেত্রে ১৮ মাস পর পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থবছর পায় টপ আপ। অবশ্য এখন লেভেল-৬ এখন ক্যাটেক থেকে সম্পন্ন করা যায়। তবে এর শিক্ষা পদ্ধতি গ্রহণের ধরন অনেক সহজ। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় শিক্ষার্থী এই ডিগ্রি সম্পন্ন করে বিশ্বজুড়ে চাকরির সুযোগ নিতে পারে। এছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩ টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। বিশ্বজুড়ে এসব নির্বাহীদের চাহিদা এতোটাই বেশি যে পাশ করার পূর্বেই শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। যেকোন বিভাগ হতে যেকোন সালে পাশকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে।
বাংলাদেশে এই কোর্স পরিচালনা করছে ক্যাটেক। এদের প্রধান ক্যাম্পাস উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত ফোন ০১৯২৬৯৬৩৬৫৫।