ফিজিওথেরাপীতে ক্যারিয়ার গড়ুন
- ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসাবে ১৯৯৮ সালে গণ বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিজ্ঞান অনুষদের অধীনে ১ বছর ইন্টার্নিশিপসহ ৫ বছর মেয়াদী ব্যাচেলর অব ফিজিওথেরাপী কোর্স চালু করে।
সমাজকে পরিপূর্ণ স্বাস্থসেবা প্রদান ও দেশের স্বাস্থসেবা উন্নত করার লক্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম শাখা হিসাবে উপলব্ধি করে এ কোর্স চালু করা হয়।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত মুক্তিযোদ্ধাদের শারিরীক পুনর্বাসনের প্রয়োজনে গণস্বাস্থ্য কেন্দ্র প্রথম স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ফিজিওথেরাপী চিকিৎসা চালু করে। পরবর্তীতে ১৯৯৫ সালে ভারতীয় ফিজিওথেরাপিষ্টদের মাধ্যমে পূর্ণাঙ্গ ফিজিওথেরাপী বিভাগ চালু হয়।
এই বিভাগে রয়েছে আধুনিক ইলেক্ট্রোথেরাপী ও ব্যায়ামের যন্ত্রসহ বৃহৎ ল্যাবরুম। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বই, লাইব্রেরী ও ক্লিনিক্যাল প্র্যাক্টিসের সুব্যবস্থাও রয়েছে এখানে। গণবির ল্যাব সর্বদা সমৃদ্ধ। ফিজিওথেরাপী বিভাগের ল্যাবে আছে Electrical Stimulators(TENS, IFT, NMES), Radiation Therapy(Laser, IRR, Shortwave, microwave), Mechanical vibration-UST, Heat Therapy, waxes, Hot & Cold Therapy সহ উন্নতমানের সকল সুবিধা।
বাংলাদেশে প্রথম ২০০৮ সালে গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপী বিভাগে মাস্টার্স পর্ব চালু হয়। বর্তমানে বিভাগটিতে স্নাতক পর্যায়ে ৩২০জন এবং স্নাতকোত্তর পর্যায়ে ৩৮জন শিক্ষার্থী ও ৮ জন পূর্ণকালীন শিক্ষক রয়েছে।
এই প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে ও বিদেশে হাসপাতাল, বহির্বিভাগ, জনস্বাস্থ্য যসাহায্য সংস্থা, পুনর্বাসন কেন্দ্র, নার্সিংহোম, স্পেশালাইজড হাসপাতাল, ক্রীড়াক্ষেত্র, নিজস্ব ক্লিনিক, শিক্ষকতা, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকে সম্মানের সাথে কাজ করছে।
এ বিষয়ে ফিজিওথেরাপী বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ তারিকুল ইসলাম জানান, আমদের ল্যাব অনেক ভাল। বড় ভাইরা আমাদের অনেক সহযোগীতা করেন। তবে আমদের ক্লাসরুমের সংকট রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সঙ্করণ নাম্বোদিরী বলেন, চিকিৎসা বিজ্ঞানে এটা একটা নতুন সংযোজন। এটা যুগপোযোগী, হয়রানিবিহীন ও কম খরচে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন চিকিৎসা ব্যবস্থা। ফিজিওথেরাপীতে শারিরীক টেষ্ট ও ঔষধ ছাড়া
টেকনিকের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করা হয়।