জাদুশিল্প হতে পারে আপনার ক্যারিয়ার

জাদুশিল্প হতে পারে আপনার ক্যারিয়ার

  • ক্যারিয়ার ডেস্ক

চোখের সামনেই মুহূর্তের মধ্যে জ্যান্ত একটা মানুষ শূন্যে ভেসে উঠল। এদিকে একটা মানুষ পানির ওপর দিয়ে হেঁটে চলে গেল। বাস্তবে এসব বিস্ময়কর কর্মকাণ্ড শুধু জাদু দিয়েই সম্ভব।

জাদু শুধু পেশাই নয়, পাশাপাশি মানুষকে আনন্দ দেওয়ার অন্যতম মাধ্যম। আর সবার কাছে পরিচিত হওয়া যায় সহজেই। এমনই এক জাদুশিল্পী রাজীব বসাক। ‘১৯৮৪ সালে বাল্যবন্ধু সুকান্ত পালের কাছ থেকে জাদুশিল্পের বিষয়ে হাতেখড়ি। তবে বন্ধুর অনুরোধে তার সহকারী হিসেবে কাজ করতাম। প্রথম দিকে আগ্রহ না থাকলেও একসময় এর প্রতি ভালো লাগা তৈরি হতে লাগল। ১৯৯০ সালে দুর্ঘটনায় সুকান্ত পাল মারা যায়। তার জাদুর যন্ত্রপাতি এবং আমারগুলো মিলিয়ে ভালো একটা অবস্থান তৈরি হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে জাদুশিল্পী জুয়েল আইচের সঙ্গে পরিচয় হয়। পরবর্তী সময় তাঁর কাছে প্রশিক্ষণ গ্রহণ করি। এভাবেই আমার জাদুশিল্পী হয়ে ওঠা।’ জানান রাজীব বাসক।

পেশা হিসেবে যেমন: রাজীব বসাক বলেন, ‘আমাদের দেশের সম্ভাবনাময় পেশার মধ্যে জাদুশিল্পকে ধরা যেতে পারে। সামাজিকভাবে সম্মান ও সুনাম দুটিই রয়েছে এ পেশায়। আমাদের দেশে একটা সময় জাদুশিল্পকে কুসংস্কার বলে ভালো চোখে দেখত না অনেকেই। তবে ওই দৃষ্টিভঙ্গি এখন দূর হয়েছে অনেকটাই। জুয়েল আইচের মতো জাদুশিল্পীরা এ পরিবর্তনের অন্যতম নায়ক। এটা একটা বুদ্ধির এবং কৌশলের খেলা। তা ছাড়া আমাদের দেশে অনেক বড় প্রতিষ্ঠান (এইচপি ল্যাপটপ, প্রাণের লিচি ও চিপস, সেজান জুস) তাদের বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং বা বিজ্ঞাপনের কাজে এই জাদুশিল্পকে ব্যবহার করছে এবং পর্যায়ক্রমে কদরও বাড়ছে।

কাদের আসা উচিত: জাদুকর জুয়েল আইচ বলেন, ‘জাদুর প্রতি ছোটবড় প্রায় সব বয়সের মানুষের কৌতূহল রয়েছে। তাই যারা সমাজের প্রতি দায়িত্বশীল এবং শেখার প্রতি রয়েছে তীব্র আকাঙ্ক্ষা, কেবল তাদেরই এখানে আসা উচিত। শিল্পরসিক ও শিল্পকে বোঝার মানসিকতা থাকতে হবে। আমি জাদুশিল্পী হব— এটা নয়, আমি অবশ্যই জাদুশিল্পী হব—এই ইচ্ছা থাকাটা জরুরি। পাশাপাশি আপনাকে একাডেমিক পড়াশোনা করতে হবে। যোগাযোগের দক্ষতাও থাকা জরুরি। সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে। আর জাদুশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে সহকারীরা। তাই তাদের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে।’

কোথায়-কীভাবে জাদু শিখবেন: জুয়েল আইচ জানান, যদিও জাদু শেখার জন্য এ দেশে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান নেই, তবে এ বিষয়ে শেখার জন্য অনেক বই আছে। আর ইন্টারনেটে জাদু শেখার পদ্ধতিসহ রয়েছে সরাসরি ভিডিও দেখার সুবিধা। রাজীব বসাক বলেন, অনেক সময় দেখা যায়, বিভিন্ন মেলা বা বিজ্ঞাপন দিয়েও ৩০০ থেকে ৫০০ টাকা দিয়ে পাঁচটি বা ১০টি জাদু শেখানো হয়। এসব প্রতারণা থেকে দূরে থাকতে হবে। জাদু শিখতে হলে অবশ্যই কিছু ভালো জাদুকরের জাদু প্রদর্শনী দেখতে হবে। সেটা যদি সম্ভব না হয়, তবে ভালো কোনো জাদুকরের সহশিল্পী হিসেবে কিছুদিন কাজ করেও অভিজ্ঞতা সঞ্চয় করা যেতে পারে। তৃতীয় ধাপে নির্বাচন করতে হবে ভালো কিছু জাদু। নিজে যে বিষয়টিতে দক্ষ, সেটির ওপর গুরুত্ব দিয়ে জাদু নির্বাচন করতে হবে। তারপর জাদুগুলো ভালোভাবে চর্চা করে সমসাময়িক বিষয়ের ওপর উপস্থাপনা করার কৌশল নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি প্রচুর বই পড়তে হবে। দেখতে হবে প্রচুর জাদু প্রদর্শনী। উপস্থাপনাটাই যেহেতু জাদু, তাই ভালোভাবে উপস্থাপন পদ্ধতিটাও রপ্ত করে নিতে হবে।

যোগাযোগ করতে পারেন দেশের ভালোমানের কয়েকজন জাদুকরের সঙ্গে।
উলফাৎ কবীর-০১১৯৯০৭০৫৭২
রাজীব বসাক-০১৯১৯০৭০০০০
জর্জ ডি ক্রুজ-০১৮১৯২৯৭৪৬১
অ্যাডভোকেট এনাম-০১৮১৯৬৬১৯৫০
এস বোস -০১৭১৬৮৭৫৬৫৬
সাইমন-০১৭১১৪৮৩৩৩৭

সূত্র: প্রথম আলোfavicon59

Sharing is caring!

Leave a Comment