আঁকাআঁকির স্কুল

আঁকাআঁকির স্কুল

  • ক্যারিয়ার ডেস্ক

নড়াইল শহর ঘেঁষে ছায়াঘেরা গ্রাম মাছিমদিয়া। পাশেই চিত্রা নদী। নদীর পাড়েই বরেণ্য শিল্পী এস এম সুলতান গড়ে তোলেন শিশুদের আঁকিবুঁকির প্রতিষ্ঠান ‘শিশুস্বর্গ’। শিল্পী স্বপ্ন দেখতেন, শিশু-কিশোররা নৌকায় চেপে নদীতে ঘুরবে। নদীপাড়ের প্রকৃতি দেখবে, ছবি আঁকবে। ১৯৮০ সালে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য বিশাল আকৃতির দ্বিতল নৌকা কেনেন, নাম দেন শিশুস্বর্গ। রাজধানী ঢাকায় বসে প্রকৃতি দেখার সুযোগ কই! তবে কল্পনার চোখে ওরা ঠিকই প্রকৃতি ও গ্রাম আবিষ্কার করে। রং-তুলি হাতের কাছে পেলেই আঁকতে বসে।

শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান বলেন, ‘আঁকিবুঁকির মাধ্যমে শিশুর মন সৃষ্টির আনন্দে ভরে ওঠে। আঁকার মধ্য দিয়ে তাদের প্রতিভা বিকশিত হয়, সৃজনকল্পনা বৃদ্ধি পায়।’

শিল্পী হাশেম খান বলেন, ‘শিশুরা যে বিষয়েই ছবি আঁকে, আঁকার মধ্য দিয়ে অবচেতনে অনেক গুণ প্রস্ফুটিত হয়।’

পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হাসান বাবু বলেন, ‘ছবি আঁকার কাজটা খুবই সৃজনশীল। এর জন্য পরিবারের উৎসাহ দরকার।’

স্পেন প্রবাসী শিল্পী মনিরুল ইসলাম বলেন, ‘বিদেশে ছোটদের ছবি আঁকার বিষয়ে অনেক গুরুত্ব দেওয়া হয়। শিশুর মানসিক, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে ছবি আঁকার বিকল্প নেই।’

আঁকাআঁকির স্কুল

আঁকাআঁকিতে আগ্রহ থাকে অনেক শিশুর। অভিভাবকও ভাবেন, একটা স্কুলে দিতে পারলে ভালো হয়। শহরের অলিগলিতে প্রচুর কোচিং সেন্টার চোখে পড়বে। কিন্তু ছবি আঁকার ইশকুল খুঁজে পাওয়া বড় কঠিন কাজ। জেনে নিন এমন কিছু স্কুলের খোঁজখবর।

এসব স্কুলে ভর্তি ফি ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে। আর বেশির ভাগ স্কুলেই মাসিক বেতন ১০০ থেকে শুরু করে ৫০০ টাকা।

শিল্পকলা একাডেমি

সেগুনবাগিচা, রমনা, ঢাকা। ফোন : ৯৫৬২৮০১-৪

বাংলাদেশ শিশু একাডেমি

বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা-১০০০। ফোন : ৯৫৫০৩১৭

শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল

বাসা ২৫/৪সি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা।ফোন : ৯৮০২০৬৩

চারুকলা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল

শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।ফোন : ০১৯১৩৩২৭০২৭।

বুলবুল ললিতকলা একাডেমি

ধানমণ্ডি-১৫, সাতমসজিদ রোড, ঢাকা ও ৭ ওয়াইজঘাট, ঢাকা-১১০০।

ঝাঁপি

বাড়ি-২৮, রোড-৬, ধানমণ্ডি, ঢাকা।

কচিকাঁচার মেলা

৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকা।

শিল্পকলা আর্ট স্কুল

২৩৮ পশ্চিম আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

রাশিয়ান কালচারাল সেন্টার

বাসা-৫১০, রোড-৭, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯১১৮৫৩১

রঙের ইশকুল

লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়, ১৮/১ উত্তর ধানমণ্ডি, ঢাকা।

বনফুল স্কুল

মিরপুর ১৩, ঢাকা

শিশু একাডেমি

হিলভিউ আবাসিক এলাকা নাসিরাবাদ, চট্টগ্রাম।

এস এ এস আর্ট স্কুল

সেন্ট প্লাসিড স্কুল, পাথরঘাটা, চট্টগ্রাম।

শরিফা আর্ট স্কুল

জামালখান, চট্টগ্রাম।

খুলনা আর্ট স্কুল

শাসসুর রহমান রোড, খুলনা।

উদীচী শিল্প গোষ্ঠী

আহসান আহমেদ রোড, খুলনা।

লাল-বাউল খেলাঘর আসর

স্যার ইকবাল রোড, বাইটিপাড়া, খুলনা।

রংধনু আর্ট স্কুল

সাগরপাড়া, রাজশাহী।

নওশিন আর্ট স্কুল

মন্নাফের মোড়, রাজশাহী।

মন্তেস্বার আর্ট স্কুল

মন্নাফের মোড়, রাজশাহী।

বরিশাল চারুকলা বিদ্যালয়

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদর রোড), বরিশাল।

অমৃতলাল শিশু নিকেতন

হাসপাতাল রোড, বরিশাল।

ইনস্টিটিউট অব আর্ট

আলফা মার্কেট, পাঠানটুলা, সিলেট।

চারুকলি

ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা, সিলেট।

আঁকতে যা লাগবে : কার্টিজ পেপার, পেনসিলের মধ্যে টু-বি, ফোর-বি, সিক্স-বি, এইট-বি। এ ছাড়া ইরেজার, শার্পনার, ওয়াটার কালার, স্কেল, কালারপ্লেট, তুলি, বোর্ড এবং কার্টিজ পেপার। কার্টিজ পেপার ১০-১৫ টাকা, পেনসিল ১০-৪০, ইরেজার ১৫-২০, শার্পনার ১৫-২০, স্কেল ১০-৭০, ওয়াটার কালার ৩০০-৯৫০, কালারপ্লেট ২৫-১২০, তুলি ২০-৫০০, বোর্ড ৭০-৮০ এবং কার্টিজ পেপার ১৫০-২৫০ টাকা।

সূত্র: কালের কণ্ঠfavicon59

Sharing is caring!

Leave a Comment