সাক্ষাৎকার : সর্বত্র একই সিভি দেবেন না

সাক্ষাৎকার : সর্বত্র একই সিভি দেবেন না

  • ক্যারিয়ার ডেস্ক

ব্র্যাক ব্যাংক লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান জীশান কিংশুক হক। জীবনবৃত্তান্ত এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই সাক্ষাৎকারে।


: এমবিএ শেষ করে চাকরি করা উচিত নাকি পড়াশোনা এবং চাকরি একই সঙ্গে করা যায়?
জীশান কিংশুক হক: পড়ালেখার পাট চুকিয়ে অনেকেই কর্মজীবনে আসেন। আবার কেউ কেউ পড়াশোনার সঙ্গেই চাকরি করেন। তবে যাঁরা এমবিএতে পড়াশোনা করছেন, তাঁরা চাকরি জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে পড়াশোনা করলে তাতে উপকৃত হবেন। কারণ, এতে কর্মজীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগে। কারণ বাস্তবে কর্মজীবনের সমস্যাগুলোর সমাধান তখন আপনিই করতে পারেন। পড়াশোনা শেষ করে কর্মজীবনে সফল হয়েছেন এমন মানুষও যেমন আছে, তেমনি আবার পড়াশোনা চলাকালে চাকরি করেও অনেকে সফল হয়েছেন।

: যেকোনো বিষয়ের ওপর পড়াশোনা করে আমাদের দেশে ওই বিষয়ের সংশ্লিষ্ট চাকরি পাওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে?
জীশান কিংশুক হক: অনেক কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয়। আবার অনেকটা নিজের স্বপ্নের ওপর নির্ভর করে। এমন ভাবার কারণ নেই যে বিবিএ করলেই আপনি একজন সফল চাকরিজীবী হতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিষয়ে ভালো করতে পারবেন। তাই সিদ্ধান্ত নিন আপনি কী করতে চান? আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন দেখা যায় অনেক সময় তার সঙ্গে মিলিয়ে চাকরি হয় না। রাষ্ট্রবিজ্ঞানে পড়েও অনেকে ব্যাংকে চাকরি করছেন। কারণ কাজের প্রতি যদি অনুরাগ না থাকে তাহলে সেখানে ভালোবাসা কখনোই জন্মাবে না। সুতরাং নিজের স্বপ্নের জায়গা থেকেই সিদ্ধান্ত নিন। লেগে থাকুন। লক্ষ্য ঠিক থাকলে সাফল্য আসবেই।

জীশান কিংশুক হক
জীশান কিংশুক হক

: জীবনবৃত্তান্তের কোন বিষয়গুলো দেখে চাকরিদাতা আকৃষ্ট হতে পারে?
জীশান কিংশুক হক: শুরুতেই দেখা হয় আপনার ভেতর কোনো স্বকীয়তা আছে কি না। পড়াশোনার পাশাপাশি অন্য কোনো মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন কি না তা দেখা হয়। যেমন বিতর্ক, কবিতা, শখ ইত্যাদি। যাকে চাকরির ভাষায় বলা হয় এক্সট্রা অ্যাক্টিভিটিস। এটা যদি থাকে তাহলে প্রার্থীকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়।

: কোন বিষয়গুলো জীবনবৃত্তান্তে থাকা বিরক্তির কারণ হতে পারে?
জীশান কিংশুক হক: জীবনবৃত্তান্ত যখন কয়েক পাতা হয়ে যায় তখনই বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। এ জন্য জীবনবৃত্তান্ত সংক্ষিপ্ত হওয়া উচিত। অপ্রয়োজনীয় তথ্য দিয়ে দীর্ঘ করা উচিত নয়। অভিজ্ঞতা থাকলে সাফল্য তুলে ধরুন। আর নতুনদের জন্য দরকার স্বকীয়তা।

: সাক্ষাৎকার বোর্ডে যাওয়ার আগে কী কী প্রস্তুতি থাকা জরুরি?
জীশান কিংশুক হক: যে প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে। আপনি যে পদের জন্য আবেদন করেছেন, সে পদ সম্পর্কে এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জানতে হবে। আপনি এর আগে কোথায় ছিলেন, আপনার কোনো শখ আছে কিনা, যখন ছাত্র ছিলেন তখন পড়াশোনার পাশাপাশি আর কী করেছেন, ইত্যাদি। নিজের মতো করে সাজিয়ে উত্তর দিন। কারণ, আপনার জানা কথা আপনাকেই সাজিয়ে উত্তর দিতে হবে।

: যাঁরা সদ্য সাক্ষাৎকার দিচ্ছেন বা দেবেন, তাঁদের জন্য কিছু বলুন?
জীশান কিংশুক হক: আপনি আগে সিদ্ধান্ত নিন আপনি কি চাকরি করবেন? নাকি আপনি নিজের মতো করে কিছু তৈরি করবেন? যদি চাকরি করতে চান তাহলে বলব, আপনার তো হারানোর কিছু নেই। আজকে না হলে পরে হবে। তাই প্রথম এবং শেষ একটি কথা, স্বাভাবিক থাকুন। জেনে উত্তর দিন। এমন না যে প্রতিষ্ঠিত কোম্পানিতেই আপনাকে চাকরি করতে হবে। আজ চাকরি না হলে যে আর হবে না তা তো নয়। আপনি হেঁটে যান। অবশ্যই সফল হবেন।

: অনেকেই ঠিক করে নিজেকে উপস্থাপন করতে পারেন না, তাঁদের জন্য কী বলবেন?
জীশান কিংশুক হক: ছাত্র অবস্থায় আপনি বির্তক, কবিতা, আড্ডা যেখানেই হোক না কেন জড়িত থাকুন। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। আপনি যত মানুষের সঙ্গে মিশবেন, তত শিখবেন। লজ্জা কাটিয়ে উঠতে হবে। বাইরে বেরোতে হবে। জানতে হবে, শুনতে হবে। জানার কোনো শেষ নেই। তাই নিজেকে সঠিকভাবে উপস্থাপন করুন। আপনি টিকবেন।

: সদ্য স্নাতকের ক্ষেত্রে সিজিপিএ বেশি থাকাটা জরুরি নাকি কাজ করার ক্ষমতা জরুরি, প্রতিষ্ঠান কোন দিকটি বেশি গুরুত্ব দেয়?
জীশান কিংশুক হক: জীবনবৃত্তান্তে দেখা হয় আপনি পড়াশোনার পাশাপাশি আর কী কী করতেন। শখ এবং আগ্রহ কোথায় রয়েছে? অভিজ্ঞতা থাকলে কাজের সময়ে আপনি আর কী কী করেছেন। তখনই স্বকীয়তা চলে আসে। কারণ, চাকরিদাতারা লেখার বাইরেও অনেক কিছু পড়তে পারেন। তাই নিষ্ঠুরভাবে জীবনবৃত্তান্ত সংক্ষিপ্ত করুন। সিজিপিএর পাশাপাশি কাজ করার ক্ষমতাও জরুরি। প্রতিষ্ঠান এবং পদ বুঝে জীবনবৃত্তান্ত তৈরি করুন। সব প্রতিষ্ঠানের জন্য একই জীবনবৃত্তান্ত তৈরি করবেন না।

: একজন সদ্য স্নাতক প্রার্থী শুরুতেই ভালো প্রতিষ্ঠান এবং ভালো বেতন খোঁজে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?
জীশান কিংশুক হক: চাকরি যখন খুঁজতে বেরিয়েছেন, তখন পছন্দের, অপছন্দের তুলনায় বরং আপনি যেখানে পেয়েছেন, সেটা নিয়ে আপনার কাজ শুরু করে দেওয়া উচিত। আপনি যেখানে আছেন, সেখানেই নিজেকে উজাড় করে দিন। সফলতা আসবেই। আপনি চাইলেই কমবেশি সুযোগ পাবেন। তবে আপনি যেখানে পেয়েছেন শুরু করুন। স্বপ্ন থাকলে সাফল্য আপনার ঝুলিতে থাকবে।

সূত্র: প্রথম আলোfavicon59

Sharing is caring!

Leave a Comment