এফিলিয়েশন এবং ইন্টারনেট মার্কেটিং
- ক্যারিয়ার ডেস্ক
এফিলিয়েট মার্কেটিং হল অন্য মানুষ বা কম্পানির কোন পন্য বিক্রয় করে দিয়ে, সেই বিক্রিত মূল্য থেকে একটা কমিশন নেওয়া । আরো সহজভাবে বললে এফিলিয়েট প্রোগ্রামটি হচ্ছে অন্য কোন কোম্পানীর হয়ে প্রচার করা। আসলে এফিলিয়েট মার্কেটিং আমাদের প্রচলিত মার্কেটিং এর মত হলেও এখানে কাজ করার ও আয় করার প্রচুর সুযোগ রয়েছে ।
ফিচারসমূহ
- সম্পূর্ণ ক্লাশের ভিডিও করা হবে যেন ওই ক্লাসের উপর আরো বেশি করে এনালাইসিস করা যায়।
- কোন প্রোগ্রামিং এর দরকার নেই। যার ফলে যে কেউই অংশগ্রহন করতে পারবে।
- লাইভ প্রজেক্টে কাজ করার সুযোগ।
- সতর্কতা ও সম্ভাবনা।
- কিভাবে হয়ে উঠবেন নিজেই একজন সফল ব্যবসায়ী।
কারা অংশগ্রহন করতে পারবেন?
- স্টুডেন্ট।
- চাকুরীজীবী।
- ব্যবসায়ী।
- গৃহিণী।
যা যা লাগবে/পূর্ব প্রস্তুতি
- ইংরেজি লিখতে এবং পড়তে যানতে হবে।
- পরিশ্রম করার মনমানুষিকতা।
- শিখার আগ্রহ।
- ওয়েব সাইট এবং ইন্টারনেট সম্পর্কেও ধারনা।
- ব্যাক্তিগত কম্পিউটার থাকলে ভাল।
যা যা লাগবে/পূর্ব প্রস্তুতি
- এফিলিয়েশন মার্কেটিং কি? বিস্তারিত।
- এফিলিয়েট মার্কেটিং এর নিয়ম সমুহ।
- এফিলিয়েট মার্কেটিং এর মূলনীতি।
- বিশ্বাস এবং মূল্য স্থাপন
- উৎস এবং সনাক্তকরন সুযোগ
- কিওয়ার্ড রিসাচা এবং এনালাইসিস
- ওয়েবসাইট (ঐচ্ছিক)
- সচেতনতা বৃদ্ধি
- সার্চ ইঞ্জিন মার্কেটিং
- উপযুক্ত বিজ্ঞাপন লিখা
- বিশ্লেষন এবং কনভার্সেশন
- কনভার্শন অপটিমাইজেশন
- পরিমাপ এবং বিশ্লেষণ