যেভাবে কোম্পানির নাম নির্বাচন করবেন
- ক্যারিয়ার ডেস্ক
নামে কি আসে যায়? শেক্সপিয়ার বলেছিলেন, “a rose by any other name would smell as sweet”। কিন্তু কোম্পানির ক্ষেত্রেও কি তাই? না। একটা কোম্পানির নাম খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তখন অবশ্যই নাম নির্বাচনে বিশেষ গুরুত্ব দিন। খেয়াল রাখুন এই বিষয়গুলো-
সহজ একটি শব্দ নিন
জটিল অর্থবহ কোন শব্দকে নাম হিসেবে বেছে নিতে হবে এমন নয়। বরং নামটি হতে পারে একেবারেই সাধারণ একটি শব্দ। যেমন- অ্যাপল। সহজ একটি শব্দ। কিন্তু সহজেই মনে থাকবে, উচ্চারণে সহজ, পরিচিত একটি শব্দ। এধরণের শব্দ আমাদের মনে ছাপ ফেলে দ্রুত।
পরিচিত শব্দ
ভিন্ন ভাষার শব্দের চেয়ে পরিচিত দেশী কোন শব্দ বেছে নিতে পারেন। বিদেশী শিব্দ হলেও সেটা যেন জনসাধারণের শব্দ ভান্ডারের কোন শব্দ হয়। যেমন, ইংরেজী শব্দগুলো বিদেশী হলেও আমরা বুঝতে পারি। গ্রীক অনেক শব্দই আমাদের পরিচিত। এই বিভিন্ন ধরনের শব্দ থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি।
প্রাসঙ্গিকতা জরুরী নয়
আপনার কোম্পানি হয়ত পোশাক বিক্রী করবে। তাই বলে কোম্পানির নামও পোশাক সংশ্লিষ্ট হতে হবে তা নয়। বেশীরভাগ বিখ্যাত কোম্পানির দিকে খেয়াল করুন, তাদের পণ্য এবং নাম একেবারে আলাদা। এটা ক্রেতার মনোযোগ আকর্ষণের একটি কৌশল। ভিন্ন একটি শব্দ সহজেই মনে খটকা তৈরি করে, প্রশ্ন তৈরি করে। ফলে সেটার প্রতি মনোযোগ বেশী দেওয়া হয়।
কমন কিন্তু ভিন্ন একটি শব্দ নিন
বাজারে অনেক কোম্পানি। নতুনভাবে আপনার কোম্পানির নাম শুনে ক্রেতা কিভাবে সেটা মনে রাখবে এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। এমন একটি শব্দ নাম হিসেবে বেছে নিন যেটা মূহূর্তে ভাল লাগা তৈরি করে। অ্যাপলের কথাই ভাবুন। সফটওয়্যার কোম্পানি কিন্তু ফলের নামে নাম। নাম শুনেই আপনার মনে হবে, এটা কেমন কথা! কিন্তু নামটি মনে রয়ে যাবে আপনার ওই প্রশ্নটির জন্যই।
দীর্ঘসময়ের কথা চিন্তা করুন
আপনার কোম্পানি নিয়ে নিশ্চয়ই আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। নাম একবার রেখে পরিবর্তন করা, নতুন নাম আবার পরিচিত করা খুবই ঝামেলার কাজ। তাই আগেই দেখুন, যে নামটি আপনি নিচ্ছেন সেটি আগেই অন্য কোন কোম্পানি ব্যবহার করছে না তো? ভাল করে যাচাই-বাছাই করে নিন। শুধু অনলাইনে নয়, অফলাইনেও। বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায়, নাম নিবন্ধনের সময় জানা যায় নামটি আগেই নিবন্ধিত। দীর্ঘমেয়াদে কাজে লাগাতে হলে সব দিকে খোঁজ নিন।