বস্ত্র ব্যবস্থাপনায় সম্ভাবনা
- ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম ক্ষেত্র গার্মেন্ট শিল্পকে আরও এগিয়ে নিতে প্রয়োজন দক্ষ জনবল। এ লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে কলেজ অফ ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (http://www.cftm-bd.com)। অলাভজনক এই কলেজটি বিএমএন থ্রি ফাউন্ডেশেন কর্তৃক প্রতিষ্ঠিত এবং ট্রাস্টিবোর্ড অ্যাক্ট কর্তৃক নিবন্ধিত।
প্রতিশ্রুতিশীল এই কলেজটির পরিচালনা পর্ষদে সভাপতি হিসেবে আছেন হরাইজন ফ্যাশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর টেক্সটাইল ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী। কলেজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শেখ মোহাম্মদ নিজামউদ্দিন (এমবিএ)। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশা এবং একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেছেন।
ওয়ারউইক ইউনিভার্সিটি, ইউকে এবং জি-আই-জেড, জার্মানির মনোনীত কনসালট্যান্ট হিসেবে সিএফটিএম ৩২টি গামের্ন্টস ফ্যাক্টরিতে দক্ষ জনবল গড়ার কাজে নিয়োজিত।
গার্মেন্টস শিল্পে ওয়ার্ল্ড ব্যাংকের রেজিস্টার্ড কনসালট্যান্ট হিসেবে সিএফটিএম মনোনয়ন পেয়েছে, যার রেজি. নম্বর ১৩৪৫৮৪। জিআইজেড, জার্মানির মনোনীত কনসালট্যান্ট হিসেবে বিআইএম (বাংলাদেশ ইনিস্টিটিউট অব ম্যানেজমেন্ট) এই সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন প্রোডাক্টিভিটি ও কোয়ালিটি ম্যানেজমেন্ট মেজর লীন ম্যানু. কোর্সের কারিকুলাম, ম্যানুয়াল ও শিক্ষকদের ট্রেনিংয়ের দায়িত্বে নিয়োজিত।
সিএফটিএম জাতীয় বিশ্ববিদ্যালয় (কোড ৬৫৯০) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (কোড ৫০৩২৩) অধিভুক্ত একটি কলেজ। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত কানাডার সর্ববৃহত্ বেসরকারি বিদ্যাপীঠ লা-সালে ইন্টারন্যাশনাল কলেজ ও মানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সিএফটিএম থেকে কোর্স সম্পন্ন করা একজন শিক্ষার্থী সহজেই ক্রেডিট ট্রান্সফার করতে পারবে।
সিএফটিএমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০ থেকে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ। কলেজটিতে রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, প্যাটার্ন ল্যাব, সুয়িং ল্যাব, স্যাম্পল রুম এবং ইন্টারনেট সংযোগসহ আধুনিক কম্পিউটার ল্যাব।
যেকোনো গ্রুপ থেকে কমপক্ষে ২.৫ জিপিএ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৪ বছর মেয়াদি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানু. টেকনোলোজি এবং নিটওয়্যার ম্যানু. টেকনোলোজি কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ছাড়াও রয়েছে ১২০ ক্রেডিটের গ্র্যাজুয়েট প্রোগ্রাম, ৬০ ক্রেডিটের দুই বছর মেয়াদি হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রোগ্রাম।
স্নাতকোত্তীর্ণরা এক বছর মেয়াদে ৩০ ক্রেডিটের অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ফ্যাশন ডিজাইনে পড়তে পারবে। আরও রয়েছে ছয় মাস মেয়াদি কোর্স এবং দেড় মাস থেকে চার মাস মেয়াদি বিভিন্ন শর্ট কোর্স। সিএফটিএমের টিউশন ফি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে তুলনামূলকভাবে কম।