শারীরিকভাবে অক্ষম হয়েও সফল যারা
- ক্যারিয়ার ডেস্ক
হেলেন ছিলেন প্রথম বধির এবং একই সাথে অন্ধ একজন ব্যাক্তি ব্যাচেলর অফ আর্ট এ ডিগ্রী অর্জন করেছিলেন।ভাবতে পারেন, এরকম একজন মানুষের পক্ষে অন্য মানুষদের সাথে সংযোগ তৈরি করা কত কঠিন? আমাদের মত সুস্থ্য মানুষের পক্ষে তা আসলে অনুমান করাও সম্ভব নয়। কিন্তু তিনি শুধু তার পরিবারের সাথে নয়, সারা বিশ্বের সাথে নিজেকে সংযুক্ত করেছেন। যুক্ত হয়েছেন রাজনীতিতে। “দ্যা মিরাকল ওয়ার্কার” সিনেমাটি তৈরি হয় তাকে কেন্দ্র করে। ‘সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকা’র একজন প্রামাণিক সদস্য তিনি যেখানে তিনি সবার সামনেই ওড্রো উইলসনের রাজনীতির সমালোচনা করেছিলেন। সেই সাহস এবং রাজনীতি বোধ ধারণ করেন তিনি। লেখক হিসেবেও হেলেন সুপরিচিত। লিখেছেন ১২ টি বই। জিতেছেন Presidential Medal of Freedom। হেলেন তার জীবনের শেষ সময় উৎসর্গ করেছিলেন অন্ধদের সেবায়। কাজ করেছেন American Foundation for Blind এ।
জীবনযুদ্ধে এই মানুষগুলোর সামনে ছিল একটাই কথা- আমিও পারি। তারা জেনেছিলেন, হার মানা যাবে না কখনো। এই শিক্ষাই হতে পারে আমাদের প্রেরণা, যার হাত ধরে বাধা-বিপত্তি পেরিয়ে আমরাও হতে পারি সফল একজন মানুষ।