ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়াশোনা
- ক্যারিয়ার ডেস্ক
এসএসসি বা এইচএসসি পাসের পর কোন বিষয় ক্যারিয়ার করতে হবে, তা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবক সবাই চিন্তায় পড়েন। তাই এ সময়ে বেছে নিতে হবে এমন একটি বিষয়, যেখানে শিক্ষাব্যয় কম হবে এবং শিক্ষার্থীকে বেকার থাকতে হবে না। আর বর্তমান সময়ে তেমনি একটি সম্ভাবনাময় পেশা হলো হোটেল ও ট্যুরিজম ম্যানেজমেন্ট । তা ছাড়া বর্তমানে হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট একটি অপার সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে এবং দেশেই প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই এ বিষয়ে অনেকে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন।
এ বিষয়ে পড়াশোনা করে ক্রেডিট ট্রান্সফার করে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানিসহ ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করার সুযোগ থাকে। কিন্তু স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় হচ্ছে অনেক খরচ, যা আমাদের দেশের তুলনায় প্রায় ১০ গুণ। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সবার পক্ষে বিদেশে গিয়ে পড়াশোনা করা সম্ভব হয় না। এই বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে বিএসডিআই [বাড়ি-২, রোড-১২, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা। ফোন :৮১১০৮১৮, ০১৭১৩৪৯৩২৪৩] কনফেডারেশন অব ট্যুরিজমে-হসপিটালিটি [সিটিএইচ], ইউকের অধীনে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট প্রোগ্রাম পরিচালনা করে আসছে।
এ শিক্ষা ব্যবস্থায় সিটিএইচের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর ক্লাস অনুষ্ঠিত হয় বিএসডিআইয়ে। সিটিএইচের ডিপ্লোমা/অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়। এখানে পড়াশোনা করে যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। যে কোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পাসকৃত ছাত্রছাত্রী প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবেন। পাসকৃতদের জন্য বিএসডিআই বিভিন্ন হোটেলে ইন্টার্নশিপসহ চাকরির সুবিধা প্রদান করে থাকে। বিএসডিআইতে রয়েছে তিনটি ভিন্ন ক্যাম্পাস, আধুনিক লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ওয়াইফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা।
মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০-১০০ শতাংশ পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। মুক্তিযোদ্ধার সন্তান ও মেয়েদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের সুবিধা। বছরে তিনটি সেশনে [জানুয়ারি, মে ও সেপ্টেম্বর] চাকরিজীবীরা সান্ধ্যকালীন শিফটে অংশগ্রহণ করতে পারেন।