হতে চান দক্ষ ..?
- ক্যারিয়ার ডেস্ক
চাকরি অনেকের কাছে সোনার হরিণ। অনেকে আবার খুব সহজেই এটা পেয়ে যান। চাকরি পাওয়াটার পর সবাই চান তার চাকরিটা আগলে রাখতে। এই আগলে রাখার ক্ষেত্রে আপনি তিনটি বিষয় মাথায় রাখতে পারেন।
- শুরুতেই ভাবুন যে, এই চাকরিটাই কি আপনি চাচ্ছিলেন? যদি উত্তর হ্যাঁ হয় তবে কোমরে গামছা বেঁধে নেমে পড়ূন। ঠিক করে নিন এই চাকরি দিয়ে আপনি কোথায় যেতে চান সেটাও। তারপর আপনার যোগ্যতা এবং ক্ষমতার কথা মাথায় রেখে কাজ করুন। আপনি যে অনেক কিছু পারেন সেটা কাজ দিয়েই দিখিয়ে দিন। অফিস টাইমটা ফাঁকি না দিয়ে কাজ করে যান। এতে অন্যরা আপনাকে টেক্কা দিতে শত চেষ্টা করলেও ব্যর্থ হবেন।
- মানসিক শক্তিটা ধরে রেখে কাজ করে যাচ্ছেন ঠিকই, তবে কাজের ক্ষেত্রে দেশ ছাড়িয়ে বিদেশি কোম্পানিগুলোর কথাও মাথায় রাখতে হবে। প্রত্যেকটা কাজের ডেটলাইন ঠিক করে নিন। প্রথম ভুলটা দ্বিতীয়বার না করে আগান। আর চাকরিটার ওপর একটু পড়াশোনাও করুন। ট্র্যাকটা তখন আপনার দখলেই থাকবে!
- কোম্পানির ছোট ছোট ভুল কেউ মাথায় না নিলেও আপনার মাথায় থাকে ঠিকই। এই ছোট সমস্যাগুলো পরিবর্তন করে নিন। এতেও আপনার দক্ষতা প্রমাণ পাবে কর্মক্ষেত্রে!
- যে কোন সময় যে কোন কাজে যার সঙ্গে পরিচয় হয় সেই পরিচয় ধরে রাখার চেষ্টা করুন। নিয়মিত যোগাযোগ আপনাকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারে।
- কখনও আপনার প্রতিষ্ঠানকে ছোট করে দেখবেন না। এতে কাজের আগ্রহ হারিয়ে ফেলবেন। প্রতিষ্ঠানকে সম্মান করাটা আপনার কাজেরই অংশ।
- গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করুন। মনে রাখবেন, বড় কাজ নষ্ট হয়ে যেতে পারে ছোট্ট একটা ভুলের কারণে!