স্বপ্নের ক্যারিয়ার ব্রান্ডিং

স্বপ্নের ক্যারিয়ার ব্রান্ডিং

  • ক্যারিয়ার ডেস্ক

নাজিয়া আন্দালিব প্রিমা। প্রখ্যাত ভিস্যুয়াল আর্টিস্ট। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। নিয়েছেন পশ্চিমা বিশ্ব থেকে ডিগ্রিও। তার আলোচিত ভিডিও পারফরমেন্সের মধ্যে রয়েছে মোনাজাত, অ্যান্ড স্টার কন্টিনিউস, ম্যারি মাই এগ, মনোলগ উইথ লাইট, এইজড উইথ সেলফোন, আইসোলেশনসহ অসংখ্য কাজ।


: শুরুতেই আপনার পড়াশোনা নিয়ে যদি একটু বলতেন-

নাজিয়া আন্দালিব প্রিমা : আমি পড়াশোনা করেছি ফাইন আর্টসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। অবশ্য এখানেই থেমে থাকিনি, কাজ-পড়ালেখার পাশাপাশি আমি পশ্চিমা বিশ্বের চিত্রকলা উর্বর ভূমিতে বহু ওয়ার্কশপ ও সার্টিফিকেট কোর্স করেছি। আর এখনও শিখছি। যদিও ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে শেখার ধারা অলওয়েজ চলমান।

: আপনার ভিডিও আর্টিস্টিক মুডটি বেশ জনপ্রিয়, এ বিষয়ে যদি কিছু বলতেন-

প্রিমা : মূলত কনটেম্পোরারি ওয়ার্ল্ডে যে প্র্যাকটিসটা হচ্ছে সেটা হচ্ছে আর্ট এখন শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নেই। এখন আর্টের যে ফর্ম সেটা শুধু ছবি আঁকা বা পেইন্টিংসের মধ্যে সীমাবদ্ধ নাই। এটা চলে গেছে; ভিডিও আর্ট, ডিজিটাল আর্ট ও ইন্সটলেশনে, কনসেপ্টচুয়াল আর্টের মধ্যে এগুলো পড়ছে। কারণ, শিল্পীরা ওয়ার্ল্ড ওয়াইড, নতুন কনসেপ্ট ডেভেলপ করছে। আর্ট এখন শুধু পেইন্ট না; তার সঙ্গে আরও অনেক ইনগ্রেডিয়েন্টস্, এলিমেন্ট এগুলো যোগ করে একে একটা ভিন্নমাত্রা দেয়া হয়েছে যাকে কিনা আমরা কনসেপ্টচুয়াল আর্ট বলে অভিহিত করি। তো এরই এক ধারাবাহিকতায় আমি এই ভিডিও আর্ট নিয়ে চিন্তাভাবনা শুরু করি। যেমন, আমি ১৪ বছর ধরে ছবি আঁকছি প্রফেশনালি। তো একটা পর্যায়ে আমার কাছে মনে হল, যে ব্যাপারটা আমি বলতে চাই বা যে বিষয়টা আমি তুলে ধরতে চাই পেইন্টিংসের মাধ্যমে সেটা যথেষ্ট হচ্ছে না। তখন আমার কাছে অন্য একটা মিডিয়া খুঁজে নেয়া বেশ জরুরি বলে মনে হল। দেখা গেল যে, আমার কাজ আস্তে আস্তে একটা সোশ্যাল মুভমেন্টের দিকে চলে যাচ্ছে। তো যখন নিজের রিয়েল ভাবগুলো প্রকাশ করতে চাইলাম তখন কখনও যেমন শব্দের প্রয়োজন হয়, কখনও রঙের প্রয়োজন হয়, ঠিক তেমনি কখনও আরও বেশি কিছু, আরও ভাস্ট কোনো মাধ্যম; মানে বড় একটা থ্রি ডাইমেনশনাল প্ল্যাটফর্ম দরকার হয়। থ্রি ডাইমেনশনাল মাধ্যম বা যাকে বলে সিনেমাটোগ্রাফির মতো একটা জিনিস, যেটার সাহায্যে মানুষকে অনেক সহজে কিছু জানানো সম্ভব। এভাবেই মোশন বা ভিজ্যুয়াল মাধ্যমের সঙ্গে বসবাস।

: আপনি পড়াশোনা করেছেন চারুকলায়, তো- ব্র্যান্ডিংয়ের সঙ্গে আপনার যাত্রা বা শুরুটা কিভাবে?

প্রিমা : আসলে চিত্রকলা কিন্তু এক ধরনের ব্রান্ডিং-ই। কেননা আমরা চিত্রের মাধ্যমে আমাদের নিজস্ব সত্তাকেই ব্রান্ডিং করি। অনেক চিন্তা ও দেশ-বিদেশ ঘুরে দেখলাম সব দেশই নিজস্বতাকে বেশ ইতিবাচক করে প্রেজেন্ট করে। তখন ঠিক এক-প্রকার দায়বদ্ধতা থেকেই লাল-সবুজের উদ্যানেও ব্রান্ড-ভ্যালু প্রতিষ্ঠায় শিল্পসত্তাটিকে কাজে লাগানোর চেষ্টা করছি। অবশ্য এক্ষেত্রে আমরা ব্রান্ড ফোরাম শতভাগ সফলও।

: ব্রান্ড ফোরামের নানা কর্মকাণ্ড এবং এর সাফল্য-ব্যর্থতা নিয়ে যদি বিস্তারিত বলতেন-

প্রিমা : ব্রান্ড ফোরাম মূলত দেশের নানা ইতিবাচক কাজকে ছড়িয়ে দিতে ব্রান্ডিং করছে। যেমন আমাদের পর্যটন শিল্প, পোশাক শিল্প, প্রাকৃতিক ঝড়ঋতুর পরিবর্তন এবং এখানকার মানুষের আতিথেয়তাসহ সব ইতিবাচক তথ্যাবলী। আর প্রতিষ্ঠানের সঙ্গে কমিউনিকেশন্স এবং যোগাযোগ বৃদ্ধিতে আমরা কাজ করছি। এবং বিশেষ করে দেশীয় প্রতিষ্ঠানগুলোতে প্রতিযোগিতা এবং পণ্যের মান ও ব্রান্ড ভ্যালু ক্রিয়েট করতে বা যারা ব্রান্ড প্রতিষ্ঠায় সচেষ্ট থাকে প্রতি বছর ব্রান্ড ফোরাম তাদের উৎসাহিত করতে সম্মাননাসহ নানা আয়োজন করে থাকে।

: কার অনুপ্রেরণায় আপনি এমন চ্যালেঞ্জিং পেশাকে ভালোবেসে ফেললেন?

প্রিমা : আমি সবসময় আমার পরিবার ও দেশ থেকে অনুপ্রেরণা নিই। যেমন দেখেন, এদেশের মানুষ কত শ্রমের বিনিময়ে, ঘামের বদলে সোনার বাংলা প্রতিষ্ঠা করেছে এবং এখনও করছে। যেমন রাস্তায় বের হলেই গার্মেন্ট ছুটির প্রাক্কালে দেখি কত নারী-পুরুষ কতভাবে কাঁধে-কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিচ্ছে। আর প্রাণপ্রিয় কৃষক, তারাতো জান বাধে এদেশ এবং স্পেসিফিক্যারলি আমাদের মুখে অন্ন তুলে দিতে কত ঝড়-বৃৃষ্টি-ই না সহ্য করছে। এসব থেকেই আমি অনুপ্রেরণ পাই, আর এসবের মাঝে আমি যত পজিটিভ তথ্য পাই, সেগুলোকেই ব্রান্ডিং করি সারা বিশ্বে।

: এর আগে কোন কোন প্রতিষ্ঠানে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে, যদি একটু উল্লেখ করতেন?

প্রিমা : এর আগে আমি বহু অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল- বাংলাদেশ ইনফো ডটকম, গ্রামীণ সাইবার নেট লিমিটেড। আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও যুক্ত রয়েছি।

: একই সঙ্গে চারুকলা, বিজনেস, ব্রান্ডিং, উপস্থাপনা- এতগুলো কাজ কীভাবে সামাল দিচ্ছেন?

প্রিমা : নিজের ভালোলাগা থাকলে; বড় হওয়ার জেদ ভেতরে লুকানো থাকলে এটা আপনার পক্ষেও সম্ভব হবে। মনে রাখতে হবে- সবার আগে দরকার ‘নিজে কি চাই’- এটা জানা। এটা জানতে পারলে আপনি হাজারটার সঙ্গে যুক্ত থাকলেও করা সম্ভব হবে। যেমন আমি। আর এরচেয়ে অনেক বেশি কিছু করে এমন লোকও এ পৃথিবীতে লক্ষ-কোটি সমমান হবে। আর সে তুলনায় আমার পরিধি ছোট-ই বলা চলে।

: যারা আপনার মতো একটা আধুনিক টাইপের প্রফেশনে আসতে চান/ হতে চান তাদের জন্য আপনার বক্তব্য-

প্রিমা : নিজেকে সবসময় ছোট ভাবতে হবে। চারপাশ থেকে শেখার মন-মানসিকতা থাকতে হবে। নিজেকে ও নিজের দেশ, মা এবং মাটিকে বড় করে তোলা ও বাইরের বিশ্বে নিজেদের সুনাম ব্রান্ডিংয়ের জন্য দেশ সম্পর্কে জানতে এবং এখানকার মাটি ও মননকে সম্মান জানানোটাকে শিখতে হবে।

: আপনাদের এখানকার নিয়োগ প্রক্রিয়া কেমন এবং কাউকে নিয়োগের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলোতে নজর দেন?

প্রিমা : আমি তো বহু প্রতিষ্ঠানেই কাজ করেছি, এখনও করছি। সর্বত্রই এবং বিশেষ করে ব্রান্ড ফোরামে আমরা যখন কাউকে যুক্ত করার চেষ্টা করি, তখন প্রথমত দেখি ব্যক্তিটি বয়স যা-ই হোক, তার মন-মানসিকতায় কতটুকু তরুণ। তার প্রযুক্তিগত বিশেষ করে কম্পিউটার নলেজ, এবং বর্তমানের ডিজিটাল ও স্মার্ট টেকনোলজি দক্ষ। আর অবশ্যই কাজ করা ও প্রতিনিয়ত শেখার আগ্রহ আছে কিনা সেটাও আমরা নিয়োগের ক্ষেত্রে খুব বিবেচনায় নেই।

: দেশের তরুণ-তরুণী, এককথায়- যারা আপনার মতো হতে চান, তাদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ?

প্রিমা : সময় অপচয় করা যাবে না। কাজের ফাঁকে ফাঁকে বিনোদন বা হাসি-ঠাট্টা করে মনকে প্রফুল্ল রাখতে হবে। দেশ-বিদেশ ঘুরতে হবে। নিজের দেশটাকে অবশ্যই ভালোবাসতে হবে সবার আগে। আর আমরা সবাই জানি এখানে বহু নেতিবাচক ঘটনা প্রতিনিয়ত ঘটছে; তবে প্রতিনিয়ত লাল-সবুজের এ বাংলায় বহু ইতিবাচক ঘটনাও ঘটছে; সুতরাং- নেগিটিভিটিতে না থেকে, আমাদের সব পজিটিভ কথাবার্তা সারা বিশ্বে ব্রান্ডিং করার জন্য বর্তমান তরুণ-তরুণী-ই হতে পারে প্রধান নিয়ামক।

: সফলতা বলতে আপনি কী বোঝেন?

প্রিমা : পছন্দের কাজের সঙ্গে থাকতে পারাটাকে-ই, আমার কাছে সফলতা বলে মনে হয়। আমি মনে করি, যিনি তাকে (মানুষ তার নিজস্ব সত্তাকে) চিনবেন বা চিনতে পারবেন, আর নিজেকে জেনে-বুঝে, নিজের ভালোবাসা বা ভালোলাগার বিষয়টির সঙ্গে থাকতে পারবেন, সে বিষয়টিতে তিনি প্রথম বা নাম্বার ওয়ান হতে পারেন বা না পারেন, আমি মনে করি এই যে, তিনি তার ভালোলাগার সঙ্গে থাকতে পারলেন, এটা-ই ওই ব্যক্তির সফলতা।

: জীবন তথা ক্যারিয়ারে নেতৃত্বস্থানীয় পর্যায়ে যেতে চাইলে আপনার উল্লেখযোগ্য কোনো পরামর্শ?

প্রিমা : আমার পরামর্শ হল- বসে না থেকে, সবসময় নিজেকে নিজের শ্রেষ্ঠ বা কাঙ্ক্ষিত বিষয়ের কাছে নিয়ে যেতে পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমি মনে করি কেউ যদি তার চাওয়া-পওয়ার সঙ্গে থাকে, তাহলে সে নারী-পুরুষ যা-ই হোক বিজয়ী হবেন-ই।

: আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেয়ার জন্য।

নাজিয়া আন্দালিব প্রিমা : আপনাকেও ধন্যবাদ।

সূত্র: যুগান্তরfavicon59

Sharing is caring!

Leave a Comment