জনপ্রিয় ৭টি পেশা

জনপ্রিয় ৭টি পেশা

  • ক্যারিয়ার ডেস্ক

ছোটবেলা থেকে প্রায় প্রতিটি বাচ্চাকেই এই প্রশ্নটি করা হয়ে থাকে, ‘তুমি বড় হয়ে কি করবে বাবা/মা’? আর প্রায় সময়ই উত্তর আসে, ‘আমি বড় হয়ে ডাক্তার/পাইলট/ইঞ্জিনিয়ার হব’। তবে এখনকার ছেলেমেয়েদের ইচ্ছার কিছুটা পরিবর্তন হয়েছে বলা চলে। এখনকার তরুণ তরুণীরা চায় এমন কিছু করতে যেটির প্রতি তাদের এক ধরনের ভালোলাগা কাজ করে। কিন্তু প্রায় সব পরিবারের বাবা মা-ই তাদের এই ইচ্ছার বিরোধিতা করে থাকেন। তাদের কাছে আদিমতম পেশাগুলোই অনেক বেশি পছন্দের। তবে বর্তমানে সারা পৃথিবীর মানুষের পছন্দের তালিকা হিসেব করলে বেশ কিছু জনপ্রিয় পেশা বেরিয়ে আসবে। আসুন জেনে নিই এই পেশাগুলো ঠিক কেন মানুষের পছন্দের তালিকায় রয়েছে।


১. ডাক্তার :

একটি মানুষকে মানসিক শারীরিকভাবে সুস্থ করে তুলতে পারেন যিনি তিনি তো জাতির নায়ক স্বরুপ। আর তাই পুরো জাতিই তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সমাজের এই উচ্চতম জায়গায় যেতে কে না চায়। এজন্যই এই পেশাটি সকলের এত বেশি প্রিয়।

২. প্রকৌশলী :

সমাজের একেবারে উচ্চশ্রেণীর পেশাগুলোর মধ্যে একটি হল এই প্রকৌশলী পেশা। এই পেশার যেমনটা সম্মান রয়েছে তেমন রয়েছে অনেক বেশি সুযোগ সুবিধা। এই পেশার মানুষজন একটি সমাজের নির্মাতা হিসেবে কাজ করেন। আর এই কারণেই এই পেশাটি অনেক বেশি জনপ্রিয়।

৩. পাইলট :

অনেকের স্বপ্ন থাকলেও এই আকাশচুম্বী পাইলট হতে পারেন না। আবার যারা অনেক বেশি পরিশ্রমী তারা যেতে পারেন এই পেশায়। একজন পাইলটই পারেন সমগ্র পৃথিবীকে জয় করতে। আর তাই সব বাবা মা-ই চেয়ে থাকেন আমার ছেলে বা মেয়েটি এই পেশায় অন্তর্ভূক্ত হোক। এজন্যই এই পেশাটি এত বেশি জনপ্রিয়।

৪. শিক্ষক :

বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদন্ড। আর যারা শিক্ষা বিলিয়ে দেয়ার এই গুরু দায়িত্ব পালন করেন তারা জাতির সর্বোচ্চ অংশেই থাকেন। বিশেষত সম্মানের খাতিরেই এই পেশাটি এত বেশি জনপ্রিয়।

৫. খেলোয়াড় :

বর্তমানের ছেলেমেয়েদের কাছে এই পেশাটি অনেক বেশি জনপ্রিয়। আর এই পেশায় ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও বেশ অগ্রসর হচ্ছে। প্রতিটি পেশাই একটি জাতির হয়ে কাজ করে, একটি দেশের হয়ে কাজ করে। আর এই পেশাটিও তাই। একটি দেশের মান রক্ষা করে এই পেশা। এ কারণেই পেশাটি ছেলেমেয়েদের কাছে এতটাই প্রিয়।

৬. মিডিয়াভিত্তিক পেশা :

বর্তমান যুগে মিডিয়াভিত্তিক বিভিন্ন পেশায় তরুণ তরুণীরা আগ্রহী হয়ে উঠছে। মূলত নিজের ভেতরের সত্ত্বাটিকে জাতির কাছে, দেশের কাছে পরিচিত করে দিতেই তাদের এই পথচলা। নিজেকে আবিষ্কার করতে চায় নতুন একটি সত্ত্বা হিসেবে। নতুন ধরনের এই পেশাটিও তাই এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

৭. সেবিকা :

সেবিকা বা নার্স পুরো সমাজ বা দেশের সেবক। মানুষের সেবা করাই তার ধর্ম। এ কারণে তারা সবার কাছে অনেক বেশি সম্মানী ব্যক্তি। তবে আধুনিক এই যুগে খুব কম মানুষই চান এই পেশার সাথে যুক্ত হতে। কেননা এই পেশার মানুষজন খুবই কম মূল্যে জীবন অতিবাহিত করেন। কিন্তু তারপরও এই পেশার মানুষদের প্রতি এক ধরনের ভালোবাসা সবার মাঝে কাজ করে। আর এ কারণেই পেশাটি অনেক বেশি জনপ্রিয়। favicon59

Sharing is caring!

Leave a Comment