এসএমই খাতে ৬ কোটি যুবকের কর্মসংস্থান

এসএমই খাতে ৬ কোটি যুবকের কর্মসংস্থান

  • ক্যারিয়ার ডেস্ক

বাংলাদেশের সমস্যাগুলোর অন্যতম হলো বেকারত্ব। তবে দেশের মানুষ নিজস্ব উদ্ভাবনী শক্তির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) মাধ্যমে সে সমস্যার সমাধানের চেষ্টা করছে। আর এক্ষেত্রে সফল হচ্ছেন বেশিরভাগই। এসএমই খাতে কোটি যুবকের কর্মসংস্থান হচ্ছে। গত এক বছরের হিসাবেই দেখা গেছে, এ খাতে ৬ কোটি ১৭ লাখ বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে- যা দেশের মোট শ্রমশক্তির প্রায় ৬৩ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বড় শিল্পে বিনিয়োগ বাড়ছে না। তবে এসএমই খাতে বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। শিল্প খাতে বিনিয়োগের মাধ্যমে সরাসরি যেহেতু কর্মসংস্থান সৃষ্টি হয় সে কারণে এসএমই ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলোকে সবসময় উত্সাহিত করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) এ খাতে প্রায় ৬৯ হাজার ৬৭০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি। চলতি বছরে এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ১৩ হাজার ৫০৩ কোটি টাকা। যা গত বছরের তুলনায় সাড়ে আট শতাংশ বেশি। তবে আলোচ্য সময়ে মোট লক্ষ্যমাত্রার ৬১ দশমিক ৩৮ শতাংশ অর্জিত হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫ সালের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৫ কোটি ৮৯ লাখ। এর মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা (১৫-৬০ বছর বয়সী ) ৯ কোটি ৭৬ লাখ। এর মধ্যে এসএমই খাতের মাধ্যমে ৬ কোটি ১৭ লাখ বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। যা মোট শ্রমশক্তির প্রায় ৬৩ শতাংশ।

এসএমই খাতে কর্মসংস্থান বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাত প্রধান উপাদান হিসেবে কাজ করছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো দেশের প্রান্তিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ জাতীয় যুব দিবস। এবছর জাতীয় যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’। রাজধানী ঢাকাসহ সারাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হবে। এ উপলক্ষে আজ ঢাকায় ওসমানী মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য হতে আত্ম কর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টামূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৪ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন সফল যুব সংগঠকসহ মোট ১৯ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment