‘ব্যবসায়ীদের ওপর ১৫ শতাংশ ভ্যাট চাপিয়ে দেওয়া হবে না’

‘ব্যবসায়ীদের ওপর ১৫ শতাংশ ভ্যাট চাপিয়ে দেওয়া হবে না’

  • নিউজ ডেস্ক

ব্যবসায়ীদের ওপর এক সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ (১৫ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এমন কিছু করব না যেটা আমাদের বিনিয়োগের পথে অন্তরায় সৃষ্টি হয়। ভ্যাট আইন বাস্তবায়নের ব্যাপারেও আমরা যত্নবান ও সচেতন। আমরা এটাকে সঠিকভাবেই করব। আমাদের প্রয়োজন হলে আমরা সময় নেব। কিন্তু ব্যবসায়ীদের ওপরে আমরা এক সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট চাপিয়ে দেব না।

তিনি বলেন, গ্যাস সমস্যার সংকট নিয়ে কেউ কেউ কথা বলেছেন। আমরা আশা করি, পর্যায়ক্রমে আমাদের এই গ্যাসের সংকটও থাকবে না। ভোলায় প্রচুর গ্যাস আবিষ্কার হয়েছে। দেশে অচিরেই ১০৮টি কূপ খনন করা হবে এবং রাশিয়ান একটি বিদেশি কোম্পানি এই দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছে।

তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ৮১ শতাংশ বৈদেশিক মুদ্রা পোশাক খাত থেকে অর্জিত হয়। কিন্তু তাদেরও কঠিন সময় যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ইউরোর ডিভ্যালুয়েশনের কারণে আমাদের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এ ছাড়া সেমিনারে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ড. হাছান মাহমুদ, বিজিএমইএ-এর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি মো. নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক কাজী মারুফুল ইসলাম প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং সঞ্চালনা করেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।favicon59

Sharing is caring!

Leave a Comment