রপ্তানি বাণিজ্য ৪০০ কোটি ছাড়িয়েছে

  • নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে দেশে রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা ৩৩ দশমিক ৫ বিলিয়ন থেকে ৩৪ বিলিয়ন (তিন হাজার ৪০০ কোটি) ডলার ছাড়িয়ে গেছে।

গতকাল শুক্রবার চট্টগ্রামে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের ১৯তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গভর্নর মোস্তাক আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন শেখ কবির হোসেন, মাল্টিপল কাউন্সিলর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ আউয়াল, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী ও প্রথম ভাইস চেয়ারম্যান শাহ আলম বাবুল বক্তব্য রাখেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আমরা চাল রপ্তানি করতে দেশ খুঁজছি।’ তিনি আরো জানান, ‘প্রতিদিন পাঁচ হাজার থেকে ১০ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়ে থাকি। এবার সাধারণ চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই চাল রপ্তানির জন্য দেশ খুঁজছে সরকার।’

তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে চলতি বছর রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান থাকায় রপ্তানি-বাণিজ্যের নির্ধারিত টার্গেট লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। favicon59

Sharing is caring!

Leave a Comment