ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা দিল সিটি ফাউন্ডেশন

ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা দিল সিটি ফাউন্ডেশন

  • নিউজ ডেস্ক

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মানবকল্যাণমুখি সংগঠন সিটি ফাউন্ডেশন ৬ জন সফল ক্ষুদ্র উদ্যোক্তা ও দু’টি ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- মেহেরপুরের ক্ষুদ্র উদ্যোক্তা মোছা. ইসরাত জাহান ও ফরিদপুরের রিনা বেগম, চাঁদপুরের কৃষক মো. সোহেল মিয়াজী, নাটোরের মো. সেলিম রেজা, ঠাকুরগাঁওয়ের নারী উদ্যোক্তা মোছা. অফিনা বেগম ও ঢাকার হাসিনা ইসলাম। প্রতিষ্ঠান দু’টি হলো, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)।

গতকাল শনিবার (২১ মে) অর্থনীতিবিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ী উদ্যোক্তদের হাতে পুরস্কার তুলে দেন। সিটি ফাউন্ডেশনের এই উদ্যোগ ছিল ১১তম আয়োজন। এটির সহ-আয়োজক ছিল সাজেদা ফাউন্ডেশন, ক্রেডিট অ্যান্ড ডেভলপমেন্ট ফোরাম (সিডিএফ), এন এ বাংলাদেশ। প্রতিবছর সারা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের কাজের অনুপ্রেরণা জোগাতে এই পুরস্কার দেয়া হয়ে থাকে। favicon59

Sharing is caring!

Leave a Comment