গার্মেন্টস শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতার দাবি

গার্মেন্টস শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতার দাবি

  • নিউজ ডেস্ক 

চলতি বছরের জানুয়ারি মাস থেকে গার্মেন্টস শ্রমিকদের কয়েকটি সংগঠন পোশাক শ্রমিকদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন। গতকাল শনিবার গার্মেন্টস শ্রমিক নেতারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান। সম্মেলনে শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান এ বিষয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

তৌহিদুর রহমান বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্য নিশ্চিতকরণে প্রয়োজনে মুনাফাখোর, কালোবাজারী ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) দায়িত্ব দেওয়ার দাবি জানান।

তৌহিদুর রহমান আরো দাবি করেন, আসন্ন বাজেটে গার্মেন্টস শ্রমিকদের ১ হাজার টাকার প্যাকেজ মূল্যের ব্যবস্থা রাখতে হবে। এই প্যাকেজে ৩০ কেজি চাল, ১৫ কেজি আটা, ৫ কেজি ভোজ্যতেল, ৫ কেজি চিনি, ৫ কেজি ডাল ও ২ কেজি শিশু খাদ্য দেওয়ার লক্ষ্যে রেশনিং চালু করতে হবে।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর রনী, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহতাব উদ্দিন শহীদ, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বজলুর রহমান বাবলু প্রমুখ। favicon59

 

Sharing is caring!

Leave a Comment