ভ্যাটনির্ভর বাজেট চান না সিপিডি

ভ্যাটনির্ভর বাজেট চান না সিপিডি

  • নিউজ ডেস্ক

আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট যাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) নির্ভর না হয় সে সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।

আগামী জুলাই থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় নিয়ে অর্থমন্ত্রী ও ব্যবসায়ীদের মধ্যে যে বিতর্ক দেখা দিয়েছে তা সমাধানের জন্য আগামী দুই থেকে তিন বছরে ক্রমান্বয়ে মূসক আইন বাস্তবায়ন করার পরামর্শও দিয়েছেন তিনি।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৫-১৬: তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের মতামত তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক।

মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের খেয়াল রাখতে হবে আগামী বাজেট যেন ভ্যাটনির্ভর না হয়। আয়করের উপর জোর দিতে হবে। কেননা, আয়কর একটি প্রত্যক্ষ কর। যারা সামর্থ্যবান তারাই শুধু আয়কর দেয়। ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। যা জনসাধারণ দিয়ে থাকে।”

নতুন ভ্যাট আইন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী দুই থেকে তিন বছরে ক্রমান্বয়ে এই আইন বাস্তবায়ন করা যেতে পারে। ব্যবসায়ীরা যাতে উপকরণ রেয়াত নিতে পারেন, তা নিশ্চিত করা দরকার। তা না হলে পণ্যের ওপর তা বিক্রয় কর (সেলস ট্যাক্স) হয়ে যাবে।”

নতুন ভ্যাট আইন বাস্তবসম্মতভাবে বাস্তবায়নের জন্য দুই থেকে তিন বছরের পরিকল্পনা করার সুপারিশ করেন এই গবেষক। favicon59

Sharing is caring!

Leave a Comment