এশিয়ান আর্ন্তজাতিক বাণিজ্য মেলা শুরু

এশিয়ান আর্ন্তজাতিক বাণিজ্য মেলা শুরু

  • নিউজ ডেস্ক

লাইফস্টাইল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে ১০ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৬। মঙ্গলবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলা রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-ইউএসএ (সেমস্- গ্লোবাল, ইউএসএ), সেমস্ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ মেলা চলবে ৪ জুন পর্যন্ত।

আয়োজকরা জানায়, এশিয়া হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নয়নশীল অঞ্চল। শুধুমাত্র এশিয়া প্যাসিফিক অঞ্চলেই বার্ষিক জিডিপির গড় ৬.৩ শতাংশ এবং দক্ষিণ এশিয়ার গড় ৬.৫ শতাংশ। যা বাকি বিশ্বের তুলনায় ৩.১ শতাংশ বেশি। ২০০১ সাল থেকে পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নের পেছনে এশিয়ার অবদান অর্ধেকেরও বেশি। এশিয়া পৃথিবীর জিডিপি বৃদ্ধিতে প্রায় ২১ শতাংশ সাহায্য করছে।

১০ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে উৎপাদনকারী ও সরবরাহকারীদের পণ্য ও সেবা প্রদর্শনের জন্য একটি আদর্শ মঞ্চ। মেলায় সংশ্লিষ্ট প্রতিনিধি, পরিবেশক, আমদানীকারক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাইকারী, খুচরা বিক্রেতা, হোটেল, রেস্টুরেন্টসমূহের বাণিজ্যিক প্রতিনিধি, সেবা গ্রহণকারীদের এবং ভারত, পাকিস্তান, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আগত অন্যান্য ক্রেতাদের জন্য একটি মিলনস্থল।

মেলার মূল লক্ষ্য হচ্ছে- এশিয়া অঞ্চলে কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিসমূহের জন্য একটি চালিকাশক্তি এবং উৎপাদনকারীদের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসাবে কাজ করা। একইসঙ্গে কার্যপদ্ধতির উন্নতি এবং প্রদর্শনকারীদের অন্যান্য প্রতিযোগিদের তুলনায় এশিয়া নামক বিশাল মার্কেটের শ্রেষ্ঠতর অবস্থানে পৌঁছে দেওয়া।

১০টি দেশ থেকে প্রায় ১০০টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। ইলেকট্রনিক, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা পণ্য, প্রসাধন সামগ্রী, গৃহসামগ্রী, ফ্যাশন ও আনুসাঙ্গিক, কারু ও হস্তশিল্প, ইত্যাদি প্রদর্শন হচ্ছে মেলায়। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে। favicon59

Sharing is caring!

Leave a Comment