পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

  • নিউজ ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উর্ধমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়ছে। যদিও দিনটিতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইতে ৬৬ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন বেড়েছে। নতুন তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার লিমিটেডের লভ্যাংশ ঘোষণার পর কোম্পানিটিকে ঘিরে আগ্রহ বাড়ায় জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানিগুলো লেনদেনের আধিপত্যে ফিরে এসেছে। রবিবারে লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের বেশি চাহিদা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৫০০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৪ পয়েন্টে।

ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো :

ডরিন পাওয়ার, আইটিসি, মবিল যমুনা বিডি, সাইফ পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন, ফরচুন সুজ, বিএসআরএম লিমিটেড ও তিতাস গ্যাস।

দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো :

ডরিন পাওয়ার, এ্যাপেক্স ফুডস, মিরাকল ইন্ড্রাস্টিজ, আইটিসি, এ্যাপেক্স স্পিনিং, ইয়াকিন পলিমার, মোজাফফর হোসেন স্পিনিং, সাইফ পাওয়ার টেক ও আরামিট সিমেন্ট।

দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো :

পেনিনসুলা চট্টগ্রাম, ফরচুন সুজ, লিব্রা ইনফিউশন, আইসিবি ইসলামী ব্যাংক, ফাস ফাইনান্স, শ্যামপুর সুগার, প্রিমিয়ার ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও প্রাইম লাইফ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দ৭াড়িয়েছে ১৪ হাজার ৪১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো :

ডরিন পাওয়ার, ফরচুন সুজ, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, ইয়াকিন পলিমার, সাইফ পাওয়ার টেক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফারইস্ট ফাইন্যান্স ও স্কয়ার ফার্মা।favicon59-4

Sharing is caring!

Leave a Comment