চলনবিলের শুঁটকি যাচ্ছে ১২ দেশে

চলনবিলের শুঁটকি যাচ্ছে ১২ দেশে

  • অর্থ ও বাণিজ্য ডেস্ক

চলনবিলের সুস্বাদু শুঁটকি মাছ এখন রফতানি হচ্ছে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। চলতি বছর এ অঞ্চলের শুঁটকি ব্যবসায়ীরা ৩৫ কোটি টাকা মূল্যের ১৩০ থেকে ১৪০ টন শুঁটকি রফতানির আশা করছেন। চলনবিলের মিঠাপানির সুস্বাদু শুঁটকি মাছের চাহিদা দেশ-বিদেশে বাড়ছে। পানি কমতে থাকায় বিলের বিভিন্ন স্থানে প্রতিদিন ধরা পড়ছে পুঁটি, খলসে, চেলা, টেংরা, কই, মাগুর, শিং, বাতাসি, চিংড়ি, নলা, টাকি, গুচিবাইম, বোয়াল, ফলি, কাতল, লওলা, শোল, গজারসহ নানা জাতের মাছ। বিভিন্ন প্রজাতির মাছকে কেন্দ্র করে পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার চলনবিল অধ্যুষিত ১৪ উপজেলায় তিন শতাধিক শুঁটকির চাতাল গড়ে উঠেছে। কাঁচা মাছ কিনে চাতালের রোদে শুকিয়ে উৎকৃষ্ট মানের সুস্বাদু শুঁটকি তৈরি করেন চাতাল মালিকরা। পরে উৎপাদিত শুঁটকি পাঠানো হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলে। শুঁটকি উৎপাদনে এ সব চাতালে এখন কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন প্রায় তিন হাজার নারী-পুরুষ শ্রমিক। সরব হয়ে উঠেছে বিলপাড়ের শ্রমিকদের কর্মচাঞ্চল্য। শুঁটকি উৎপাদনে রাতদিন কাজ করে যাচ্ছেন তারা।

বর্তমানে বিলাঞ্চলে জেলে, ব্যবসায়ী ও শ্রমিকরা মাছ ধরা ও শুকানোয় ব্যস্ত সময় পার করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শুঁটকি তৈরির চাতাল মালিকরা এখানে আস্তানা গেড়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও চাতাল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বড় ব্যবসায়ীরা সরাসরি চাতাল থেকে পছন্দের শুঁটকি কিনে নিয়ে যান। ভালো মানের শুঁটকি মাছ যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, দুবাই, ইরাক, কুয়েত, লিবিয়া, ইন্দোনেশিয়াসহ ১২ দেশে রফতানি হয়। সাধারণত প্রবাসীদের মাঝে রয়েছে চলনবিলের সুস্বাদু শুঁটকি মাছের কদর। মহিষলুটি এলাকার চাতাল মালিক আমির হোসেন জানান, চলনবিলের দেশীয় প্রজাতির মাছের শুঁটকির চাহিদা ব্যাপক। আরেক চাতাল মালিক মোবারক হোসেন এ অঞ্চলে সরকারি পৃষ্ঠপোষকতায় শুঁটকি সংরক্ষণে হিমাগার গড়ে তোলার দাবি জানান।

পাবনা জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী বলেন, চলনবিল এলাকায় যত চাতাল রয়েছে তা দেশের আর কোথাও নেই। এতেও চলনবিল অঞ্চলের দরিদ্র মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানের উৎপাদিত শুঁটকির চাহিদা শুধু পার্শ্ববতী ভারত নয়, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রয়েছে। বেসরকারিভাবে প্রায় ১২ দেশে শুঁটকি রফতানি হচ্ছে।

সূত্র: সমকালfavicon59-4

Sharing is caring!

Leave a Comment