সারাদেশে আয়কর মেলা

সারাদেশে আয়কর মেলা

  • নিউজ ডেস্ক 

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে আয়কর মেলা শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে আমাদের স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাগণ এই মেলা আয়োজনের খবর পাঠিয়েছেন।

বাগেরহাট ॥ ‘সবাই মিলে দেব কর, দেশকে করব স্বনির্ভর’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার সকালে শহরের অফিসার্স ক্লাব মিলানায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এ মেলার উদ্বোধন করেন।

মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। এ সময় মেলা ঘিরে বিশেষ পরিবেশ সৃষ্টি হয় শিল্পকলা কম্পাউন্ডে।

শেরপুর ॥ ‘সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন’- এ স্লোগানে শেরপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। ২ নবেম্বর বুধবার শহরের মাধবপুর আয়কর অফিস প্রাঙ্গণে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার উদ্যোগে ময়মনসিংহ কর অঞ্চলের ব্যবস্থাপনায় সকাল ১০টায় ওই আয়কর মেলার উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।

ঝালকাঠি ॥ ঝালকাঠিতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা। বুধবার ঝালকাঠির সানাই কমিউনিটি সেন্টারে এই মেলা শুরু হয়েছে। সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ সরদার মোঃ শাহ আলম।

রাজবাড়ী ॥ রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী বলেছেন, আমাদের দেশের মোট জনসংখ্যার মধ্যে ১ কোটি মানুষ সুষ্ঠুভাবে আয়কর প্রদান করলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে এগিয়ে যাবে। তিনি বুধবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪ দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

লালমনিরহাট ॥ লালমনিরহাটে ৫ দিনব্যাপী আয়কর মেলা বুধবার হতে শুরু হয়েছে। শহরের মিশন মোড়ে জেলা পরিষদ মিলনায়তনে আয়কর মেলা উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান।

ঝিনাইদহ ॥ ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার সকালে শহরের মওলানা ভাসানী সড়কে এ মেলার উদ্বোধন করা হয়। খুলনা কর আপীল অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মুঃ মহিতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

ফেনী ॥ ‘আয়করের সংস্কৃতি বাংলাদেশের উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে ফেনীতে চার দিনব্যাপী আয়কর মেলা-২০১৬ শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় ফেনীর ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন ফেনীর জেলা প্রসাশক আমিন উল আহসান।

খাগড়াছড়ি ॥ ‘আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দেবো’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সেøাগানকে বাস্তবায়ন করতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে একদিনের আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর আয়োজনে বুধবার সকালে খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

চাঁদপুর ॥ কর অঞ্চল কুমিল্লা-চাঁদপুর কার্যালয়ের আয়োজনে চাঁদপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এ মেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ।

নীলফামারী ॥ সতেরো কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে নীলফামারী চেম্বার ভবনে। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আয়কর মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক।

যশোর অফিস ॥ যশোরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টার সময় শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়। খুলনা অঞ্চলের কর কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার জামাল হোসেন, জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীর, যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী চিন্ময় সাহা।

সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর অঞ্চল, সাতক্ষীরা সার্কেল আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। কর অঞ্চল খুলনার অতিরিক্ত কমিশনার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।

ঠাকুরগাঁও ॥ ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর- সবাই মিলে দেব কর দেশ হবে স্বনির্ভর’ এই সেøাগানকে সামনে রেখে কর অঞ্চল ঠাকুরগাঁওয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা কর অফিস চত্বরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী। কর অঞ্চল রংপুরের সহকারী কর কমিশনার আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার আব্দুস শহীদ কবীর।favicon59-4

Sharing is caring!

Leave a Comment