রাজধানীর বর্জ্য থেকে বছরে আয় হবে ৩০০ কোটি টাকা

রাজধানীর বর্জ্য থেকে বছরে আয় হবে ৩০০ কোটি টাকা

  • নিউজ ডেস্ক 

ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য যথাযথ ব্যবস্থাপনায় সংগ্রহ ও পুনর্ব্যবহারের মাধ্যমে বার্ষিক ৩০০ কোটি টাকা আয় করা সম্ভব বলে জানিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো সুলতানা জেসমিন জুঁই। বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ৮ম ব্যাচের রাজনৈতিক ফেলো সুলতানা জেসমিন জুঁই একটি ধারণাপত্র প্রকাশ করে বলেন, সিটি কর্পোরেশনের মতে, নগরীতে প্রতিদিন সাড়ে ৩ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। তবে বিশ্বব্যাংকের মতে, এর পরিমাণ প্রায় প্রায় সাড়ে ৭ হাজার টন।

তিনি বলেন, এসব বর্জ্যের মধ্যে কম্পোস্ট উপযোগী ৭৬ শতাংশ। দৈনিক ৫৬০ গ্রাম মাথাপিছু বর্জ্যের ৪০০ গ্রাম কম্পোস্ট উপযোগী বর্জ্য থেকে ১৫০ গ্রাম সার পাওয়া সম্ভব। যার আর্থিক মূল্য ১ টাকা ৩০ পয়সা।

অর্থাৎ বার্ষিক ৩০০ কোটি টাকারও বেশি। ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনা আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার ২০০ জন মানুষের প্রতীকী একটি গণস্বাক্ষরসহ প্রতিবেদনের আলোকে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুপারিশ দুই সিটি কর্পোরেশনে জমা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর মোহম্মাদ এহসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সালমান সালেহীন অর্ক প্রমুখ।

Sharing is caring!

Leave a Comment