চট্টগ্রামে পর্যটন ও বিদ্যুত খাতে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে আগ্রহী রাশিয়া

চট্টগ্রামে পর্যটন ও বিদ্যুত খাতে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে আগ্রহী রাশিয়া

  • নিউজ ডেস্ক 

চট্টগ্রামে পর্যটন শিল্প, বিদ্যুত উৎপাদনসহ নানা খাতে ব্যবসায়িক সম্পর্ক এবং উন্নয়ন সহযোগী হতে আগ্রহী রাশিয়া। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সোমবার সকালে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেজান্ডার ইগনাটভ। তিনি চট্টগ্রামের মনোরম প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেন।

রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত চট্টগ্রাম নগরভবনে এই বৈঠকে মিলিত হন। এ সময় চসিক মেয়র তাকে সিটি কর্পোরেশনের মনোগ্রামখচিত ক্রেস্ট উপহার দেন। মেয়র আ জ ম নাছির উদ্দীন রাশিয়াকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়া যেভাবে পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ তা চিরদিন স্মরণে রাখবে। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর সচল করার জন্য রাশিয়ার একজন নাবিক জীবন উৎসর্গ করে বাংলাদেশকে রাশিয়ার কাছে ঋণী করেছে। যতদিন বাংলাদেশ পৃথিবীর বুকে টিকে থাকবে ততদিন রাশিয়ার অবদান বাংলাদেশ স্মরণ করবে। মেয়র জানান, চট্টগ্রাম ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে পোশাক শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ বিবিধ খাতে পুঁজি বিনিয়োগ ও পর্যটন শিল্পের জন্য উপযোগী ও নিরাপদ এলাকা। বহু বিদেশী প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে চট্টগ্রামে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে যাচ্ছে। মেয়র পোর্ট সিটি চট্টগ্রাম ও রাশিয়ার পোর্ট সিটির মধ্যে টু-ইন সিটির সম্পর্ক স্থাপনের প্রস্তাব করেন। সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওলেক পি বয়কো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, স্থপতি আশিক ইমরান।

এলপিজি কারখানা স্থাপনে বেজা-ওমেরা পেট্রোলিয়াম চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এলপিজি কারখানা স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে চুক্তি করেছে ওমেরা পেট্রোলিয়াম। সোমবার কাওরানবাজারে বেজার কার্যালয়ে ভূমি বন্দোবস্ত সংক্রান্ত প্রাথমিক চুক্তি সই হয়। বেজার নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব ও ওমেরার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। সোমবার রাজধানীর কাওরানবাজারে বেজার কার্যালয়ে ওমেরা পেট্রোলিয়ামের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেজার অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে দুই শ’ একর জমি পাচ্ছে ওমেরা।favicon59-4

Sharing is caring!

Leave a Comment