পর্ষদ ছাড়ছেন টেলিনরের তিন পরিচালক

পর্ষদ ছাড়ছেন টেলিনরের তিন পরিচালক

  • নিউজ ডেস্ক

পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন নরওয়েভিত্তিক টেলিকম অপারেটর টেলিনরের শীর্ষ তিন পরিচালক। টেলিনরের সবচেয়ে বড় বিনিয়োগকারী নরওয়ে সরকারের সঙ্গে ভিম্পেলকম ইস্যুতে বনিবনা না হওয়ায় এ তিন কর্মকর্তা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। ডেপুটি চেয়ারম্যানসহ এ তিন কর্মকর্তা চলতি সপ্তাহে যেকোনো দিন পদত্যাগ করবেন। সংবাদ : ইটি টেলিকম।

গত সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, করপোরেট অধিবেশন সামনে রেখে ডেপুটি চেয়ারম্যান ফ্রাংক ড্যানগিয়ার্ড এবং বোর্ড সদস্য মারিট ভাগেন ও বার্কহার্ড বার্গম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে।

টেলিনর জানায়, পর্ষদের নতুন দুই সদস্য হিসেবে জ্যাকব আকরাউ এবং সিরি বিটে হাটলেনকে মনোনয়ন কমিটির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি তৃতীয় আরেক সদস্য নিয়োগের বিষয়টিও বিবেচনা করে দেখছে সংশ্লিষ্ট কমিটি।

ভিম্পেলকম উজবেকিস্তানে লাইসেন্স পেতে ঘুষের আশ্রয় নিয়েছিল। দেশটির প্রেসিডেন্ট ইসলাম কারিমভের মেয়ে গুলনারা কারিমভ এ দুর্নীতির সঙ্গে জড়িত। বিষয়টিকে ঘিরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ডাচ কর্তৃপক্ষের সন্দেহের তালিকায় ছিল ভিম্পেলকম। সর্বশেষ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তে নামে যুক্তরাষ্ট্র ও ডাচ কর্তৃপক্ষ।

অভিযোগ, ২০০৬-১১ সালের মধ্যবর্তী সময় উজবেকিস্তানে ব্যবসা সম্প্রসারণে অবৈধ লেনদেনের আশ্রয় নেয়া হয়েছিল। ভিম্পেলকম তাদের এক সহায়ক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্টের মেয়ে গুলনারার বন্ধু গায়ানে আভাকিয়ানের প্রতিষ্ঠান টাকিল্যান্ট লিমিটেডের সঙ্গে উেকাচের অর্থ লেনদেন করে। ওই সময় ভিম্পেলকমের পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন জো লান্ডার। যাকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।favicon59

Sharing is caring!

Leave a Comment