ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক

  • নিউজ ডেস্ক 

বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের বিভিন্ন দেশে বিপণন হচ্ছে। সে হিসেবে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। তবে বাংলাদেশের নিজস্ব কোনো ব্র্যান্ড গড়ে ওঠেনি। আর এজন্য একদল প্রবাসী ব্যবসায়ী ইউরোপের বাজারে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডে পোশাক বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছেন। এমন উদ্যোগে এই প্রথমবারের মতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ বিজনেস কনসাল্টিং (বিবিসি) নামের সংগঠনটি নিজস্ব ব্রান্ডে ইউরোপে পোশাক রপ্তানি করবে। জারা, এইচঅ্যান্ডএম, জেসিপেনিসহ ব্র্যান্ডসহ নিত্যনতুন ফ্যাশনকে ধারণ করে আধুনিক প্রযুক্তি ও পোশাকের নিজস্ব মডেলিং, মার্কেটিং, ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাককে তুলে ধরতে চান উদ্যোক্তারা।

এ ব্যাপারে বিবিসির সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ ইনু বলেন, ‘আমাদের হাত ছুঁয়ে বিশ্বব্যাপী এত পোশাক যাচ্ছে। অথচ আমাদের কোনো নাম নেই। ক্রেতারা সংশ্লিষ্ট দেশ থেকে পোশাক তৈরির সিদ্ধান্ত নেয়। মনে করেন, হংকং অফিস থেকে পোশাকের ডিজাইন গেল, কোরিয়া থেকে গেল কাপড়। তাদের তদারকিতেই করা হলো ব্র্যান্ডিং বা বিপণন। ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায়, এসব প্রক্রিয়ার কারণে লাভের সিংহভাগ চলে যায় বিদেশি ক্রেতাদের পকেটে।’

বিবিসি নেতারা সম্প্রতি রাজধানী প্যারিসে ইউরোপের বাজারে কীভাবে বাংলাদেশি ব্র্যান্ড চালু করা যায় এ নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

উক্ত বৈঠক শেষে আতিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রপ্তানিও বাড়ছে। এই উদ্যোগ ইউরোপের বাজারে বাংলাদেশকে নতুন করে পরিচিত করবে। এর মাধ্যমে শুধু পোশাক তৈরিতে নয়, নিজস্ব ব্র্যান্ড তৈরিতেও বাংলাদেশ আলাদা পরিচিতি পাবে।’  favicon59

Sharing is caring!

Leave a Comment